বিশেষ একটা পর্ব ছিল 'আমার আইএফআইসি, আমার স্বপ্ন', যেখানে ব্যাংকের কর্মকর্তারা বিভিন্ন চিন্তা, অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন।
আইএফআইসি: পরিচালনা পর্ষদের বছর পূর্তিতে ‘টাউন হল সভা’

- আপডেট সময় ০১:৪৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
আইএফআইসি ব্যাংক পিএলসির বর্তমান পরিচালনা পর্ষদের এক বছর পূর্তি উপলক্ষে হয়ে গেল বিশেষ ‘টাউন হল সভা’।
শনিবার ব্যাংকটির প্রধান কার্যালয়ের মাল্টিপারপাস হলে ‘পরিবর্তনের পরিক্রমায় এক বছর’ শিরোনামে এ সভা হয়। এতে ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় গত এক বছরে ব্যাংকের বিভিন্ন সূচকে অর্জিত অগ্রগতি ও উন্নয়নের তথ্যচিত্র তুলে ধরা হয়। আলোচনা হয় ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশলগত দিকনির্দেশনা নিয়েও।
ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন করপোরেট সুশাসন প্রতিষ্ঠা, সব অংশীদারের স্বার্থ সংরক্ষণ এবং সমাজ ও দেশের প্রতি ব্যাংকের দায়বদ্ধতা তুলে ধরেন।
তিনি গত এক বছরের সাফল্যের জন্য বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ সব কর্মকর্তাকে ব্যাংকের উন্নয়নে একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা খেলাপি ঋণ পুনরুদ্ধার, ব্যবসা সম্প্রসারণ এবং মানবসম্পদ উন্নয়নে গুরুত্বারোপ করেন।
তিনি আগামী বছরের লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভার বিশেষ পর্ব ছিল ‘আমার আইএফআইসি, আমার স্বপ্ন’। এ পর্বে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তারা ব্যাংকসংক্রান্ত বিভিন্ন চিন্তা, অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন, যার ওপর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সরাসরি আলোচনা করেন।
এছাড়া সভায় একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্ন ও মন্তব্য শেয়ার করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. এবতাদুল ইসলাম, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক কাজী মো. মাহবুব কাশেম, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মো. গোলাম মোস্তফা।
মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম