সফরকালে অংশ নেবেন বিশেষ এক ইভেন্টেও।
আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির, ঢাকায় শুরু সানসিল্ক যাত্রা

- আপডেট সময় ১০:১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে

পাকিস্তানের রুপালি পর্দার ঝলমলে তারকা; কোটি ভক্তের প্রিয় মুখ হানিয়া আমির প্রথমবারের মতো আসছেন ঢাকায়।
ঢাকা প্রস্তুত তো?
পাকিস্তানের রুপালি পর্দার ঝলমলে তারকা; কোটি ভক্তের প্রিয় মুখ হানিয়া আমির প্রথমবারের মতো আসছেন ঢাকায়।
সানসিল্ক বাংলাদেশের এর আমন্ত্রণে এসে অংশ নেবেন বিশেষ এক ইভেন্টে।
অল্প কয়েক বছরের মধ্যে তিনি জয় করেছেন গোটা দক্ষিণ এশিয়ার দর্শক হৃদয়। বড় পর্দায় অভিষেকের পর একের পর এক হিট নাটক ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা আর কাভি মে কাভি তুম’ সবখানেই হানিয়া দেখিয়েছেন তার অভিনয়ের বহুমুখী মুন্সিয়ানা। রোমান্স, কমেডি, গ্ল্যামার কিংবা চরিত্রাভিনয়-সব ধরনের চরিত্রেই আলো ছড়িয়েছেন তিনি।

বাংলাদেশেও জনপ্রিয় এই অভিনেত্রী। তার হাসি, তার স্টাইল, তার প্রাণবন্ত ব্যক্তিত্ব, সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন তরুণদের আইকন।
কিন্তু এবার আসল চমক!
পাকিস্তানে দীর্ঘদিন সানসিল্ক এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার পর এবার হানিয়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশেও শুরু করছেন তার সানসিল্ক যাত্রা।

হানিয়ার হাত ধরে উন্মোচিত হবে নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন; যাতে আছে ভিটামিন সি ও ই এর জাদুকরী ছোঁয়া, যা দেবে চুলে ঝলমলে গ্লাস শাইন।
তার এ ঢাকা সফর এখানেই শেষ নয়, সানসিল্ক এর বিশেষ ইভেন্টে ভক্তদের জন্য তিনি রেখেছেন ‘এক্সক্লুসিভ সারপ্রাইজ’! কী হতে পারে সেই চমক?
পাকিস্তানি এ অভিনেত্রীর ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানা যাবে সানসিল্ক বাংলাদেশ এর পেইজে।
বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম