“এই নির্বাচনগুলো দেখে কিছু কিছু ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা হচ্ছে,” বলেন তিনি।
ডাকসু-জাকসুর অভিজ্ঞতা নির্বাচনে ‘কাজে লাগাতে চায় সরকার’: স্বরাষ্ট্র উপদেষ্টা

- আপডেট সময় ০৬:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
সদ্য শেষ হওয়া ঢাকা ও জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের নির্বাচনের অভিজ্ঞতা ‘সরকার জাতীয় নির্বাচনে কাজে লাগাতে চায়’ বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা আলাপ করেছি। তাদের অভিজ্ঞতা শেয়ার করলাম, যেহেতু জাতীয় নির্বাচন আছে আগামী ফেব্রুয়ারিতে। এই নির্বাচনগুলো দেখে কিছু কিছু ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা হচ্ছে।
“জাতীয় নির্বাচনে আমরা কীভাবে প্রয়োগ করতে পারব, এগুলো নিয়ে আলোচনা হয়েছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন হয়েছে গেল ৯ সেপ্টেম্বর। তার দুইদিন পর ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়।
ডাকসু এবং জাকসু নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তারা হলেন দেশের সবচেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত। যারা ভোট দিচ্ছেন, তারাও উচ্চশিক্ষিত।”
ডাকসু এবং জাকসু নির্বাচনের পর রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হওয়ার কথাও তুলে ধরেন তিনি।
জাহাঙ্গীর আলম আশা প্রকাশ করে বলেন, “এই দুই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে কোন শংকা নেই। শান্তিপূর্ণভাবে হবে।”
বৈঠকে অংশগ্রহণকারীরা ভালো পরামর্শ দিয়েছেন মন্তব্য করে তিনি বলেন, “তারা খুব ভালো ভালো পরামর্শ দিয়েছেন। ওই পরামর্শগুলি আমরা ভবিষ্যতে কাজে লাগাবো।”
বৈঠকে আলোচনার বিষয়বস্তু প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা, “তারা নির্বাচনের ব্যাপারে পরামর্শ দিয়েছেন যেমন কতগুলো কেন্দ্র হওয়া দরকার। ভোট গণনা কীভাবে হবে, কত তাড়াতাড়ি ফল দেওয়া যায়, সেক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া যায়।”
জাকসু নির্বাচনের ফল দেরিতে হওয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “একটি নির্বাচনে (ডাকসু) মেশিনে হয়েছে, একটি হাতে গোনা হয়েছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পর শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেন, দুটো বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে কথা হয়েছে।
“যে কারণেই হোক নির্বাচনগুলো একটা জাতীয় স্বার্থে পরিণত হয়েছে। আরো সামনে দুটো নির্বাচন হতে যাচ্ছে (রাকসু-চাকসু), সে প্রেক্ষিতে কী করা যায়, তা নিয়ে কথা হয়েছে।”
বৈঠকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন। যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয়, সে বিষয়গুলো আলোচনা হয়েছে, বলেন তিনি।
বৈঠকে কয়েকজন উপদেষ্টা ছাড়াও বিভিন্ন বাহিনীর প্রধান, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আলিমুজ্জামান – বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম