দুই দেশের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পাকিস্তানে নয় দিনের সফরে স্বরাষ্ট্র সচিব

- আপডেট সময় ০৬:৩৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদারে নয় দিনের সফরে পাকিস্তান গেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
বুধবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরে পৌঁছালে তাকে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব জনাব দাউদ মুহাম্মদ বারেচ এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. ইকবাল হোসেন খান স্বাগত জানান।
“সফরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক ও সন্ত্রাস দমন, পুলিশ প্রশিক্ষণে দুই দেশের পুলিশ অ্যাকাডেমির পারস্পরিক সহযোগিতা, রোহিঙ্গা বিষয়ে উভয় দেশের সহাবস্থান নিয়ে আলোচনা করা হবে।”
এছাড়া মাদক চোরাচালান প্রতিরোধের ব্যাপারে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সফরে স্বরাষ্ট্র সচিব পাকিস্তানের বাংলাদেশ হাই কমিশন, ইসলামাবাদ ও বাংলাদেশ মিশন, করাচিতে ই-পাসপোর্ট সার্ভিস উদ্বোধন করবেন। তিনি পাকিস্তানের ‘সেইফ সিটি প্রকল্প’, পাকিস্তান পুলিশ একাডেমি, অভিবাসন ও পাসপোর্ট অফিসও পরিদর্শন করবেন।
দুই দেশের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম