সোহাগ কাউন্টারে হামলার ঘটনায় নাম আসার পর বিল্লাল স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।
সোহাগ পরিবহনে হামলা: স্বেচ্ছাসেবক দলের বিল্লালসহ দুজন রিমান্ডে

- আপডেট সময় ০৬:৫৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে

ঢাকার মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা-ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা বিল্লাল হোসেনসহ দুজনের এক দিন করে রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।
ঢাকার মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা-ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা বিল্লাল হোসেনসহ দুজনের এক দিন করে রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদ এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া অপর আসামি হলেন মনিরুজ্জামান সিকদার ওরফে বাপ্পি।
তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান নাহিদ তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবী রাজিব সরকার রিমান্ড আবেদন বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক আদেশ দেন।
বিল্লাল স্বেচ্ছাসেবক দলের রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক সভাপতি ছিলেন। সোহাগ কাউন্টারে হামলার ঘটনায় নাম আসার পর তাকে বহিষ্কার করা হয়।
গত ৬ সেপ্টেম্বর বিল্লালকে হাতিরঝিল থানার আমবাগান এলাকা থেকে এবং বাপ্পিকে কেরানীগঞ্জ থানার মডেল টাউন এলাকা থেকে তথ্য দেয় র্যাব। মামলার এক নম্বর আসামি বিল্লাল ও ৩ নম্বর আসামি বাপ্পিকে সিসিটিভির ভিডিওর মাধ্যমে তাদের শনাক্তের কথা বলে র্যাব।
গ্রেপ্তারের পরদিন তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত সেটি নাকচ করে দুই দিন কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়।
রমনা থানায় করা মামলায় অভিযোগ করা হয়, সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে আকাশ ও রুমন নামে দুজন ধূমপান করছিলেন। সোহাগ পরিবহনের তিন কর্মচারী তাদের সেখান থেকে সরে গিয়ে ধূমপান করতে বললে তারা ক্ষুব্ধ হন। পরে বিল্লালের নেতৃত্বে অন্যরা ধারালো অস্ত্র নিয়ে সোহাগ পরিবহনের মালিকের বাড়ির গ্যারেজের সামনের নিরাপত্তা প্রহরীর কক্ষের কাচ ভেঙে ফেলেন। হামলাকারীরা সোহাগ পরিবহনের দুটি কাউন্টারে ঢুকে ভাঙচুর করেন।
নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম