১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
এর আগে বুধবার একই ধরনের আভাস দেন চাকসু ভোটের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।

চাকসুর ভোট গণনা মেশিনে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৮:৫৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ২২ বার পড়া হয়েছে

দ্রুত ফল ঘোষণা করতে মেশিনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোট গণনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

দ্রুত ফল ঘোষণা করতে মেশিনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোট গণনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভার পর উপদেষ্টা এ কথা জানান বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সভায় শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনও উপস্থিত ছিলেন।

সভার পর জাহাঙ্গীর আলম বলেন, চাকসু নির্বাচনে দ্রুত ভোটের ফল ঘোষণার জন্য মেশিনের মাধ্যমে ভোট গণনা হবে। ছাত্রসংসদ নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগাতে চায় সরকার।

এর আগে বুধবার একই ধরনের আভাস দেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।

তিনি বলেন, নির্বাচনের ভোট গণনা হাতে করাটা ‘অসম্ভব’।

মেশিনের মাধ্যমে ভোট গণনার ‘নীতিগত’ সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেছিলেন, “এটি এখনও চূড়ান্ত হয়নি। যেহেতু একজন শিক্ষার্থী ৪০টি করে ভোট দেবেন, ফলে হাতে গণনা করাটা অসম্ভব।”

ভর্তি পরীক্ষায় ওএমআর শিট যারা দেখে, সেসব প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ হয়েছে জানিয়ে তিনি বলেন, “ভর্তি পরীক্ষার খাতা তো মেশিনের সাহায্যে কাটা হয়, সেখানে তো কোনো আস্থার সংকট হয় না। এখানে কেন এটা হবে?”

এরপর বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা মেশিনে চাকসু নির্বাচনের ভোট গণনার সিদ্ধান্ত জানালেন।

বৃহস্পতিবারের মত বিনিময় সভায় শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার বলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনগুলো জাতীয় আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। আশা করা যাচ্ছে, রাকসু ও চাকসুতে উৎসবমুখর নির্বাচন হবে। এক্ষেত্রে ডাকসু ও জাকসু থেকে অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ রয়েছে।”

উপাচার্য ইয়াহ্ইয়া আখতার বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার সঙ্গে চাকসু নির্বাচনের নিরাপত্তা, ভোটের পদ্ধতি ও ভোট গণনাসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নির্বিঘ্নে পরিচালনা করার জন্য সবরকম সহযোগিতা করবেন বলে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছেন।

 

 

চট্টগ্রাম প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

এর আগে বুধবার একই ধরনের আভাস দেন চাকসু ভোটের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।

চাকসুর ভোট গণনা মেশিনে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৮:৫৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

 

দ্রুত ফল ঘোষণা করতে মেশিনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোট গণনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভার পর উপদেষ্টা এ কথা জানান বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সভায় শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনও উপস্থিত ছিলেন।

সভার পর জাহাঙ্গীর আলম বলেন, চাকসু নির্বাচনে দ্রুত ভোটের ফল ঘোষণার জন্য মেশিনের মাধ্যমে ভোট গণনা হবে। ছাত্রসংসদ নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগাতে চায় সরকার।

এর আগে বুধবার একই ধরনের আভাস দেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।

তিনি বলেন, নির্বাচনের ভোট গণনা হাতে করাটা ‘অসম্ভব’।

মেশিনের মাধ্যমে ভোট গণনার ‘নীতিগত’ সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেছিলেন, “এটি এখনও চূড়ান্ত হয়নি। যেহেতু একজন শিক্ষার্থী ৪০টি করে ভোট দেবেন, ফলে হাতে গণনা করাটা অসম্ভব।”

ভর্তি পরীক্ষায় ওএমআর শিট যারা দেখে, সেসব প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ হয়েছে জানিয়ে তিনি বলেন, “ভর্তি পরীক্ষার খাতা তো মেশিনের সাহায্যে কাটা হয়, সেখানে তো কোনো আস্থার সংকট হয় না। এখানে কেন এটা হবে?”

এরপর বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা মেশিনে চাকসু নির্বাচনের ভোট গণনার সিদ্ধান্ত জানালেন।

বৃহস্পতিবারের মত বিনিময় সভায় শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার বলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনগুলো জাতীয় আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। আশা করা যাচ্ছে, রাকসু ও চাকসুতে উৎসবমুখর নির্বাচন হবে। এক্ষেত্রে ডাকসু ও জাকসু থেকে অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ রয়েছে।”

উপাচার্য ইয়াহ্ইয়া আখতার বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার সঙ্গে চাকসু নির্বাচনের নিরাপত্তা, ভোটের পদ্ধতি ও ভোট গণনাসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নির্বিঘ্নে পরিচালনা করার জন্য সবরকম সহযোগিতা করবেন বলে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছেন।

 

 

চট্টগ্রাম প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম