যুক্তরাজ্য সফরকালে এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন। তবে এটি দুইজনের মধ্যে গুটিকয়েক ভিন্নমতের মাত্র একটি।
ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের দ্বিমত

- আপডেট সময় ০৯:১৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে একমত নন।
বৃহস্পতিবার যুক্তরাজ্য সফরকালে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, “ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে আমার প্রধানমন্ত্রীর সঙ্গে মতপার্থক্য আছে। তবে এটি আমাদের মধ্যে গুটিকয়েক ভিন্নমতের মাত্র একটি।”
স্টারমারের এ বিষয়টি নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে তিনি এ বিষয়ে নিজের দ্বিমতের কথা জানালেও স্টারমারকে সিদ্ধান্ত বদলানোর আর্জি জানানো থেকে বিরত থাকেন।
টাইমস এক খবরে জানিয়েছে, ট্রাম্পের যুক্তরাজ্য সফর শেষে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতির ঘোষণা দেওয়া হবে বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পরিকল্পনা করেছেন।
এর আগে স্টারমার বলেছিলেন, গাজার মানবিক পরিস্থিতি উন্নয়নে ইসরায়েল কিছু শর্ত না মানলে তিনি এ মাসেই নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবেন।
গত জুলাইয়ে গাজায় মানবিক পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্রিটিশ লেবার দলের এমপি’দের চাপের মুখে স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন।এবার সেই ঘোষণাই তিনি দিতে চলেছেন আগামী দিনগুলোতে। স্টারমার বলেছেন, এই সময়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতির পদক্ষেপের সঙ্গে ট্রাম্পের সফরের কোনও সম্পর্ক নেই, বরং একে মধ্যপ্রাচ্যে শান্তি পরিকল্পনার জন্য একটি সামগ্রিক ছক হিসাবেই দেখা উচিত।
জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে এখন পর্যন্ত ১৪৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে।
ওদিকে, বুধবার লন্ডনের মেয়র সাদিক খান প্রথমবারের মতো গাজায় চলমান পরিস্থিতিকে “গণহত্যা” বলে বর্ণনা করেছেন।
মঙ্গলবার প্রকাশিত ‘জাতিসংঘ কমিশন অব ইনকোয়ারি’-এর প্রতিবেদনেও বলা হয়, ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে বলে তাদের কাছে যুক্তিসঙ্গত ভিত্তি আছে।
মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম