ডাকাতদের দলটি মহাসড়কে রশির ফাঁদ তৈরি করে মোটরসাইকেল আটকায়। পরে আরোহীদের মারধর ও জিনিসপত্র লুটপাট করে।
কক্সবাজারে মহাসড়কে রশি দিয়ে বাইক থামিয়ে ডাকাতি, নিহত ১

- আপডেট সময় ১২:৫১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে

চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়কের দুই পাশ থেকে রশি দিয়ে মোটরসাইকেল আটক করে সশস্ত্র ডাকাতদের হামলায় একজনের মৃত্যু হয়েছে।
চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়কের দুই পাশ থেকে রশি দিয়ে মোটরসাইকেল আটক করে সশস্ত্র ডাকাতদের হামলায় একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার।
নিহত মাহমুদুল হক (৩৩) উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাত দিয়ে ওসি আনোয়ার বলেন, সশস্ত্র ডাকাতদের দলটি মহাসড়কে রশির ফাঁদ তৈরি করে মোটরসাইকেল আটকায়। পরে মোটরসাইকেল আরোহীদের মারধর ও জিনিসপত্র লুটপাট করে পালিয়ে যায় ডাকাতরা।
পরে ডাকাতদের হামলায় গুরুতর আহত এক যুবককে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, কীভাবে এ ঘটনা ঘটলো তা খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযান চলছে।
কক্সবাজার প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম