০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

গুলিস্তানের সেই ভবন থেকে আরও ২ মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৬:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • / ১২৯ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সেই ভবন থেকে আরও দুই জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা।

বুধবার (৮ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য দিনমনি শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। সেখানে পরিচয় শনাক্ত করা হবে।

এর আগে, মঙ্গলবার বিকালে গুলিস্তানের সিদ্দিকবাজারের একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। এদিকে বিস্ফোরণের ঘটনায় ওই ভবনের মালিক আবদুল মোতালেব মিন্টুকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। কার অবহেলায় এই হতাহতের ঘটনা ঘটল, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্যদিকে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্ফোরণের ঘটনা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান মেজর মশিউর রহমান। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বিস্ফোরণ বেজমেন্ট থেকে হয়েছে। এটি স্বাভাবিক কোনো বিস্ফোরণ নয়। গ্যাস জমে কিংবা অন্য কোনোভাবে বিস্ফোরণ ঘটেছে। তবে এসি থেকে এই ঘটনা ঘটেনি, এটা আমরা নিশ্চিত হয়েছি।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

গুলিস্তানের সেই ভবন থেকে আরও ২ মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সেই ভবন থেকে আরও দুই জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা।

বুধবার (৮ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য দিনমনি শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। সেখানে পরিচয় শনাক্ত করা হবে।

এর আগে, মঙ্গলবার বিকালে গুলিস্তানের সিদ্দিকবাজারের একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। এদিকে বিস্ফোরণের ঘটনায় ওই ভবনের মালিক আবদুল মোতালেব মিন্টুকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। কার অবহেলায় এই হতাহতের ঘটনা ঘটল, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্যদিকে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্ফোরণের ঘটনা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান মেজর মশিউর রহমান। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বিস্ফোরণ বেজমেন্ট থেকে হয়েছে। এটি স্বাভাবিক কোনো বিস্ফোরণ নয়। গ্যাস জমে কিংবা অন্য কোনোভাবে বিস্ফোরণ ঘটেছে। তবে এসি থেকে এই ঘটনা ঘটেনি, এটা আমরা নিশ্চিত হয়েছি।