নেদারল্যান্ডসের কোচিং প্যানেলে রাসেল ডমিঙ্গো
- আপডেট সময় ০৬:৩৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / ১১৭ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড। আর এই দুই সফরের জন্য টাইগারদের সাবেক কোচ রাসেল ডমিঙ্গোকে ডাচদের কোচিং প্যানেলে ভেড়ানো হয়েছে। তাদের সঙ্গে কোচিং প্যানেলে আরও থাকবেন তারই স্বদেশী হেইনো কুন।
আসন্ন এই সিরিজে ডাচদের সঙ্গে নেই প্রধান কোচ রায়ান কুক। কুকের পরিবর্তে ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে রায়ান ভ্যান নিকের্ক দলের সঙ্গে যাচ্ছেন। এ ছাড়া দলে রয়েছে একাধিক চমক রয়েছে সদ্য ঘোষিত দলে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন স্পিনার রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে। ২০২১ সালে শেষবার নেদারল্যান্ডসের হয়ে খেলেছিলেন তিনি।
এদিকে আরও দলে ফিরেছেন পল ভ্যান মেকেরেন, ফ্রেড ক্ল্যাসেন ও ব্র্যান্ডন গ্লোভারের মতো ক্রিকেটাররা। সবশেষ পাকিস্তান সিরিজেও দলের বাইরে ছিলেন তারা। তবে আসন্ন এই সিরিজে কলিন অ্যাকারম্যান, ব্র্যান্ডন গ্লোভার ও বাস ডি লিডকে ছাড়াই মাঠে নামবে ডাচরা। আগামী ২১ থেকে ২৫ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে দলটি।
এই সিরিজ শেষে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ডাচরা। ৩১ মার্চ ও ২ এপ্রিল মাঠে গড়াবে ম্যাচ দুটি। আর এই সিরিজটি আইসিসির ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ায় বেশ গুরুত্বপূর্ণ দিচ্ছে ক্রিকেট সাউথ আফ্রিকা। কারণ, ২৫ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। আর ৭৮ পয়েন্ট নিয়ে তালিকার ৯-এ সাউথ আফ্রিকা। সরাসরি বিশ্বকাপে খেলতে হলে এই দুই ম্যাচে জয়ের বিকল্প নেই প্রোটিয়াদের।
নেদারল্যান্ডস স্কোয়াড : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), কলিন অ্যাকারম্যান, মুসা আহমেদ, শরিজ আহমেদ, ওয়েসলি বেরেসি, টম কুপার, আরিয়ান দত্ত, ব্র্যান্ডন গ্লোভার, ভিভিয়ান কিংমা, ফ্রেড ক্ল্যাসেন, রায়ান ক্লেইন, বাস ডি লিড, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, পল ভ্যান মেকেরেন, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড এবং বিক্রমজিৎ সিং।