০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

রোহিঙ্গাদের ফেরতে মিয়ানমার ইতিবাচক নয় : প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৭:২৩:২০ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • / ১০৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ আলোচনা শুরু করলেও এই বিষয়ে মিয়ানমার ইতিবাচক সাড়া দিচ্ছে না। আমরা মানবিক কারণে মিয়ানমারে নিপীড়ন, হত্যা ও ধর্ষণের শিকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আমরা বারবার আলোচনার কথা বলেছি কিন্তু মিয়ানমার তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক নয়।

এ ছাড়া বিশ্বের দৃষ্টি ইউক্রেন থেকে আসা শরণার্থীদের দিকে। এ কারণে এই সংকট মোকাবিলা করা আমাদের জন্য আরও কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।সাক্ষাৎকালে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি এবং তাদের ভবিষ্যৎসহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধ ও সেখানকার শরণার্থীরা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার ফলে পুরো দৃষ্টি এখন ইউক্রেন থেকে আসা শরণার্থীদের দিকে। এসব কারণে এই সংকট মোকাবিলা করা আমাদের জন্য আরও কঠিন হয়ে পড়েছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গাদের ফেরতে মিয়ানমার ইতিবাচক নয় : প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:২৩:২০ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ আলোচনা শুরু করলেও এই বিষয়ে মিয়ানমার ইতিবাচক সাড়া দিচ্ছে না। আমরা মানবিক কারণে মিয়ানমারে নিপীড়ন, হত্যা ও ধর্ষণের শিকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আমরা বারবার আলোচনার কথা বলেছি কিন্তু মিয়ানমার তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক নয়।

এ ছাড়া বিশ্বের দৃষ্টি ইউক্রেন থেকে আসা শরণার্থীদের দিকে। এ কারণে এই সংকট মোকাবিলা করা আমাদের জন্য আরও কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।সাক্ষাৎকালে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি এবং তাদের ভবিষ্যৎসহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধ ও সেখানকার শরণার্থীরা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার ফলে পুরো দৃষ্টি এখন ইউক্রেন থেকে আসা শরণার্থীদের দিকে। এসব কারণে এই সংকট মোকাবিলা করা আমাদের জন্য আরও কঠিন হয়ে পড়েছে।