কেমন হতে পারে বাংলাদেশের আজকের একাদশ
- আপডেট সময় ১০:০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- / ১৩৬ বার পড়া হয়েছে
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি২০ ম্যাচ দারুণ জয় তুলে নিয়ে অপেক্ষা এখন সিরিজ জয়ের। ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পরের দুই ম্যাচে মুখোমুখি হবে দুদল।
বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে প্রথম ম্যাচে ব্যাটে বলে এক অন্যরকম বাংলাদেশকে দেখেছে পুরো বিশ্ব। রোববার মিরপুর স্টেডিয়ামে হবে বাংলাদেশের সিরিজ নির্ধারিত ম্যাচটি। আজকের ম্যাচেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, সেটিই এখন দেখার বিষয়! প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ওপেনিংয়ে লিটন এবং আট বছর পর দলে ফেরা রনি তালুকদার থাকবেন তা নিশ্চিত। তিন নম্বরে খেলবেন ম্যাচসেরা পারফরমার নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক সাকিব আল হাসান চার নম্বর পজিশনটা তৌহিদ হৃদয়কে ছেড়ে দিয়ে ৫ নম্বরে নামবেন সেটিও নিশ্চিত।
ছয় নম্বরে থাকবেন আফিফ হোসেন ধ্রুব এটি নিশ্চিত করে অবশ্য বলা যায় না। কারণ আফিফ অনেক দিন ধরেই পারফরম করতে পারছেন না। তাই তার জায়গায় সোহানকে দলে রাখলেও রাখতে পারেন কোচ। যেহেতু খেলা মিরপুর জাতীয় স্টেডিয়ামে তাই সাকিব বোলিংয়ের দিকে নজর দিতে পারেন। আর তখন ৭ নম্বর পজিশনে থাকা শামীম পাটোয়ারীর জায়গায় মেহেদী হাসান মিরাজকে দলে নিলে অবাক হওয়ার কিছু নেই।
এদিকে চারজনকে নিয়ে সাজানো বোলিং অ্যাটাকে অন্তত একজন স্পিনার থাকবেন এটা নিশ্চিত করেই বলা যায়। আগের ম্যাচের মতো নাসুম আহমেদ থাকবেন একাদশে নাকি এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি তানভীর ইসলাম আসবেন দলে সেটিও নিশ্চিত না। আর যদি তিনজন ফাস্টবোলার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে মোস্তাফিজুর রহমান থাকছেন নিশ্চিতভাবে। দলে আরও থাকবেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। সম্ভাব্য এ একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, আফিফ হোসেন, সাকিব আল হাসান, শামীম পাটোয়ারী/নুরুল হাসান সোহান, মেহেদি মিরাজ, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।