১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

জব্দ সাড়ে ৫ হাজার কেজি মাছ এতিমখানায়

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৮:৫৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • / ১০৯ বার পড়া হয়েছে

ভোলার সদর উপজেলায় মেঘনা নদীতে একটি ট্রলার থেকে ৫ হাজার ৫০০ কেজি ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (১৩ মার্চ) কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. এম হাসান মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১২ মার্চ) রাতে উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়। অফিসার অপারেশন লে. এম হাসান মেহেদী জানান, রোববার রাতে গোপন খবরের ভিত্তিতে আমরা ইলিশা লঞ্চঘাট এলাকার একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৫০০ কেজি ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ জব্দ করেছি।

এ সময় জড়িতরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে জব্দকৃত মাছ মৎস্য বিভাগের উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। উল্লেখ্য, গত ১ মার্চ থেকে দুই মাসের জন্য ভোলার ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

জব্দ সাড়ে ৫ হাজার কেজি মাছ এতিমখানায়

আপডেট সময় ০৮:৫৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩

ভোলার সদর উপজেলায় মেঘনা নদীতে একটি ট্রলার থেকে ৫ হাজার ৫০০ কেজি ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (১৩ মার্চ) কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. এম হাসান মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১২ মার্চ) রাতে উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়। অফিসার অপারেশন লে. এম হাসান মেহেদী জানান, রোববার রাতে গোপন খবরের ভিত্তিতে আমরা ইলিশা লঞ্চঘাট এলাকার একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৫০০ কেজি ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ জব্দ করেছি।

এ সময় জড়িতরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে জব্দকৃত মাছ মৎস্য বিভাগের উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। উল্লেখ্য, গত ১ মার্চ থেকে দুই মাসের জন্য ভোলার ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা দেওয়া হয়।