০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

মাদাগাস্কারে নৌকাডুবে নিহত ২২

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৯:২০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • / ১১৮ বার পড়া হয়েছে

আফ্রিকার দেশ মাদাগাস্কারে নৌকাডুবে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। মাদাগাস্কারের বন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (১৩ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, মাদাগাস্কার থেকে ফরাসি দ্বীপ মায়োতে ​​যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। ওই নৌকায় ৪৭ জন আরোহী ছিলেন। এরমধ্যে ২৩ জনকে জীবিত এবং ২২ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। বাকি দু’জন এখনও নিখোঁজ।

মায়োত হচ্ছে মাদাগাস্কার এবং মোজাম্বিকের উপকূলের মধ্যে অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপপুঞ্জ। উল্লেখ্য, গত কয়েকদিনে বিভিন্ন দেশে নৌকাডুবে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ইতালিতে ৭৩ জন, তিউনিশিয়ায় ১৪ এবং তুরস্কে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

মাদাগাস্কারে নৌকাডুবে নিহত ২২

আপডেট সময় ০৯:২০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩

আফ্রিকার দেশ মাদাগাস্কারে নৌকাডুবে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। মাদাগাস্কারের বন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (১৩ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, মাদাগাস্কার থেকে ফরাসি দ্বীপ মায়োতে ​​যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। ওই নৌকায় ৪৭ জন আরোহী ছিলেন। এরমধ্যে ২৩ জনকে জীবিত এবং ২২ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। বাকি দু’জন এখনও নিখোঁজ।

মায়োত হচ্ছে মাদাগাস্কার এবং মোজাম্বিকের উপকূলের মধ্যে অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপপুঞ্জ। উল্লেখ্য, গত কয়েকদিনে বিভিন্ন দেশে নৌকাডুবে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ইতালিতে ৭৩ জন, তিউনিশিয়ায় ১৪ এবং তুরস্কে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।