১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
									 
                     
                     
                    
                 
                                         শিরোনাম  
                                    
                            
                                ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ ২ মাস বাড়িয়েছে রাশিয়া
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ দাতা									
								
                                
                                - আপডেট সময় ১০:৫২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
 - / ২২০ বার পড়া হয়েছে
 
কৃষ্ণসাগর করিডোর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে রাশিয়া।
এ চুক্তির মধ্যস্থতাকারী জাতিসংঘ ও তুরস্ক এ মেয়াদ কমপক্ষে আরও চার মাস বাড়ানোর প্রস্তাব করলেও রাশিয়া মাত্র দুই মাস সময় বাড়িয়েছে। খবর আনাদোলুর।ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী অলেক্সেন্ডার কুবরাকোভ সোমবার এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে তৃতীয় দফা সময় বাড়াল রাশিযা। আগামী ১৮ মার্চ দ্বিতীয় দফার মেয়াদ শেষ হচ্ছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের উদ্যোগে আর তুরস্কের মধ্যস্থতায় বিশ্বের খাদ্য সংকট দূর করতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এ চুক্তি হয়। এর পর গত বছরের নভেম্বরে এ চুক্তির মেয়াদ আরও ১২০ দিনের জন্য বাড়ানো হয়। এবার আরও ৬০ দিন বাড়ল এ চুক্তির মেয়াদ।
                                 ট্যাগস 
                                                            
                   
                        
                            
																			










