০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনে পদত্যাগ করব : ইসি আলমগীর

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৬:৪৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • / ১১০ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনো কম্প্রোমাইজ করব না, প্রয়োজনে নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করব।বৃহস্পতিবার (১৬ মার্চ) আগারগাঁওয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মো. আলমগীর বলেন, আমরা যে কাজের জন্য শপথ করেছি সেটাই যদি না করতে পারি তাহলে পদে থাকব কেন? কমিশনে আমরা যারা আছি সবারই মনোভাব এক। আমরা এটা বিশ্বাস করি না যে সুষ্ঠু নির্বাচন করতে পারব না। তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, স্বাধীনভাবে প্রার্থীরা যাতে প্রচার করতে পারেন তা নিশ্চিত করা।

আমাদের দায়িত্ব হচ্ছে ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, ভোট গণনা যাতে সুষ্ঠু হয়, নির্বাচনের ফলে যাতে ভোটারদের ইচ্ছার প্রতিফলন ঘটে, সেসব নিশ্চিত করা। আমরা সে দায়িত্ব পালনে শতভাগ অঙ্গীকারবদ্ধ। আমরা সেটা করব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, ‘দলীয় সরকারের অধীনে ভোট সুষ্ঠু হবে না’ এ ধারণা ভাঙার দায়িত্ব রাজনীতিবিদদের। এ বিষয়ে আমাদের কিছু করার নেই। সংবিধানও আমাদের সেই দায়িত্ব দেয়নি। এটা রাজনৈতিক সমস্যা, রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনে পদত্যাগ করব : ইসি আলমগীর

আপডেট সময় ০৬:৪৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনো কম্প্রোমাইজ করব না, প্রয়োজনে নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করব।বৃহস্পতিবার (১৬ মার্চ) আগারগাঁওয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মো. আলমগীর বলেন, আমরা যে কাজের জন্য শপথ করেছি সেটাই যদি না করতে পারি তাহলে পদে থাকব কেন? কমিশনে আমরা যারা আছি সবারই মনোভাব এক। আমরা এটা বিশ্বাস করি না যে সুষ্ঠু নির্বাচন করতে পারব না। তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, স্বাধীনভাবে প্রার্থীরা যাতে প্রচার করতে পারেন তা নিশ্চিত করা।

আমাদের দায়িত্ব হচ্ছে ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, ভোট গণনা যাতে সুষ্ঠু হয়, নির্বাচনের ফলে যাতে ভোটারদের ইচ্ছার প্রতিফলন ঘটে, সেসব নিশ্চিত করা। আমরা সে দায়িত্ব পালনে শতভাগ অঙ্গীকারবদ্ধ। আমরা সেটা করব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, ‘দলীয় সরকারের অধীনে ভোট সুষ্ঠু হবে না’ এ ধারণা ভাঙার দায়িত্ব রাজনীতিবিদদের। এ বিষয়ে আমাদের কিছু করার নেই। সংবিধানও আমাদের সেই দায়িত্ব দেয়নি। এটা রাজনৈতিক সমস্যা, রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে।