দ্বিতীয় ওয়ানডে আজ লক্ষ্য সিরিজ জয়, চোখ বিশ্বকাপে
- আপডেট সময় ০৮:১৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- / ১২০ বার পড়া হয়েছে
টি ২০ সিরিজে ইংল্যান্ডকে ৩-০তে হোয়াইটওয়াশ করার পর প্রথম ওডিআইতে আয়ারল্যান্ডকে রেকর্ড ১৮৩ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এ যেন মহাসমুদ্র ভ্রমণ শেষে শান্ত নদীতে নৌবিহারের মতো। বিশ্ব চ্যাম্পিয়নরা যেখানে হালে পানি পায়নি, আইরিশরা কোন ছার! সিলেটে আজ দ্বিতীয় ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ, এই বিশ্বাসের বিরোধিতা করার সাহস হয়তো আয়ারল্যান্ডও দেখাবে না।
সিরিজ জেতার পাশাপাশি আরেকটা লক্ষ্যও যদি এর সঙ্গে জুড়ে দেওয়া যায়, মন্দ কী! সেটি হচ্ছে আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপের আগে নিজেদের স্পিন বোলিং ইউনিট আরেকটু সম্প্রসারিত এবং শানিত করে নেওয়া। সেই ইঙ্গিতই দিলেন কাল বাংলাদেশ দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। ম্যাচ শুরু বেলা ২টায়। ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কাল সাবেক লংকান স্পিনার হেরাথ বলেন, ‘ইংল্যান্ড সিরিজে তাইজুল ভালো করেছে। এখন আমরা সুযোগ দিচ্ছি নাসুমকে।
বিশ্বকাপ সামনে রেখে আমরা দলটাকে ঢেলে সাজানোর ওপর জোর দিচ্ছি।’ স্পিন আক্রমণ নিয়ে কথা বলার পাশাপাশি পেস বোলিং নিয়েও উচ্ছ্বসিত হেরাথ। ‘পেসাররা আমাদের অনুপ্রাণিত করে। এখন আমাদের চমৎকার পেস বোলিং আক্রমণ রয়েছে,’ বলেছেন তিনি। বৃষ্টির দরুন রোববার অনুশীলন করা হয়নি দুদলেরই। ব্যতিক্রম তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়ক ইনডোরে নেটে নিজেকে সময় দিয়েছেন। এ সময় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও হেরাথের তত্ত্বাবধানে নেট বোলারদের মোকাবিলা করেন তামিম।
এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিলে তামিমের জন্য সেটি হবে জন্মদিনের সেরা উপহার। আজ তার জন্মদিন। ৩৪-এ পা দিলেন এই স্টাইলিশ ব্যাটার।এদিকে রোববার ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ’র (এআইইউবি) ২১তম সমাবর্তনে যোগ দেন সাকিব আল হাসান। স্নাতক সম্পন্ন করলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী সাকিব। সনদ নিয়ে আবার ফিরে গেলেন সিলেটে। বিমানে ওঠা-নামার কাজটা সাকিবের গা সওয়া। সেই সঙ্গে বাংলাদেশকে জিতিয়ে দেওয়াও। প্রথম ম্যাচে সাকিব ও তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ পেয়েছে রানের ব্যবধানে নিজেদের সবচেয়ে বড় জয়।
প্রথম ম্যাচে আইরিশদের বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে দুদলের মধ্যে পার্থক্য। এদিকে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আজ সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার প্রায় সারা দিন বৃষ্টি হয়েছে সিলেটে। বাংলাদেশ দল ছিল বিশ্রামে। তবে বিশ্রামে ছিলেন না তামিম। দল ভালো করলেও রানে নেই এই বাঁ-হাতি ব্যাটার। আয়ারল্যান্ড সিরিজের আগে তিনি জ্বরে ভুগেছেন। প্রথম ওয়ানডেতে লিটন দাস সেট হয়ে স্কোর বড় করতে পারেননি। স্বস্তি মিডল অর্ডার নিয়ে। সাকিব ও হৃদয় দুজনই নড়বড়ে নব্বইয়ের শিকার হন। অভিষেকে হৃদয়ের পারফরম্যান্স দলকে স্বস্তি দিচ্ছে।
বোলিংয়ে ভালো করেছেন তাসকিন, ইবাদতরা। কোচ চন্ডিকা হাথুরুসিংহে পেসারদের, বিশেষ করে তাসকিন ও মোস্তাফিজকে বিশ্রাম দিতে চেয়েছেন। আজ একজনকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। হেরাথ বলেন, ‘দলের সমন্বয় যাই হোক, আমাদের দেখতে হবে কিভাবে আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারি।’আয়ারল্যান্ড প্রথম ম্যাচের চেয়ে ভালো ক্রিকেট খেলতে চায়। অধিনায়ক অ্যান্ডি বলবার্নি বলেন, ‘আমি খুব বেশি হতাশ নই। বাংলাদেশ খুবই ভালো খেলেছে। সিরিজে ফেরার সুযোগ রয়েছে আমাদের। আরও ভালো করতে চাই।