০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম
দুই ওপেনারের ব্যাটে সতর্ক শুরু টাইগারদের
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৪:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- / ২১৮ বার পড়া হয়েছে
ঘরের মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এদিন রেকর্ড সংগ্রহ এনে ১৮৩ রানের বিশাল ব্যবধানে জিতেছে টাইগাররা।
ফলে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে এক ম্যাচ হাতে রেখেই ১৫ বছর পর আইরিশদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছেন টাইগাররা। তবে ম্যাচের শুরু থেকেই সতর্ক অবস্থানে টাইগারদের দুই ওপেনার। বেশ দেখেশুনেই খেলছেন টাইগারদের ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল খান।
কারণ, সিরিজের প্রথম ম্যাচে খুব একটা ভালো শুরু করতে পারেননি এই ওপেনার। ২৮ বলে ১৮ রান নিয়ে ক্রিজে আছেন তিনি। আরেক ওপেনার লিটন কুমার দাস অপরাজিত ১৭ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৯ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৩৬ রান।
ট্যাগস











