পরিকল্পিত ঢাকা নির্মাণে সবার দায়িত্ববোধ জরুরি : তাজুল ইসলাম
- আপডেট সময় ০৯:১৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
- / ১০২ বার পড়া হয়েছে
একটি পরিকল্পিত ঢাকা শহর নির্মাণের জন্য সবার দায়িত্ববোধ ও সচেতনতা জরুরি বলে মন্তব্য করেছেন, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। সোমবার (২০ মার্চ) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ‘ঢাকা নগরীর সবুজ এলাকা এবং এর রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক এক সেমিনারে একথা বলেন তিনি।
তাজুল ইসলাম বলেন, ঢাকাকে পৃথিবীর আর কোনো শহরের সঙ্গে তুলনা করার সুযোগ নেই। পাঁচ হাজার জনবসতির এলাকায় যদি ২০ হাজার মানুষ বসবাস করে তাহলে ঢাকা কিভাবে সুরক্ষিত থাকবে? তাই একটি পরিকল্পিত ঢাকা শহরের জন্য সবার দায়িত্ববোধ ও সচেতনতা জরুরি। নীতিনির্ধারক, নগর পরিকল্পনাবিদসহ সমাজের সবার নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল একটি শহর। প্রতিদিন যে সংখ্যক মানুষ ঢাকায় ঢুকছে তাতে খোলা জায়গা, খেলার মাঠ বা সবুজ এলাকা রক্ষা করা সবার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িঁয়েছে। এজন্য জনবহুল ঢাকার উপর আগে চাপ কমাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বাংলাদেশের উপরও পড়ছে। উন্নত বিশ্ব প্রতিশ্রুত আর্থিক অনুদান ছাড় না দেয়ার ফলে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় যেতে পারছে না।
তিনি বলেন, আমরা যার যার দায়িত্ব পালন করলে দেশ ও সমাজ এগিয়ে যাবে। নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে কাজ করলে জাতির পিতার সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। সবার অংশগ্রহণের মাধ্যমেই একটি সুন্দর সমাজ বিনির্মাণ করা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।