০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বিটকয়েনের মূল্য ৯ মাসে সর্বোচ্চ

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৯:৪৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • / ১১৬ বার পড়া হয়েছে

হু হু করে বাড়ছে বিটকয়েনের দাম। সোমবারও (২০ মার্চ) শীর্ষ ক্রিপ্টোকারেন্সির দর ঊর্ধ্বমুখী রয়েছে। যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য ওঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে টানা ৭ দিন বিটকয়েনের মূল্য বেড়েছে। বিশ্বজুড়ে ব্যাংকিং সেক্টরে অস্থিরতা বিরাজ করছে। ফলে ডিজিটাল সম্পদে বিনিয়োগে ঝুঁকছেন ব্যবসায়ীরা। ফলে বিটকয়েন এগিয়ে যাচ্ছে। রোববার বিটকয়েনের দর বেশ বাড়ে। একটির দাম নিষ্পত্তি হয় ২৮ হাজার ৪৭৪ ডলারে। ২০২২ সালের ১২ জুনের পর যা সবচেয়ে বেশি।

গেল সপ্তাহে ভার্চুয়াল মুদ্রাটির মূল্য বৃদ্ধি পেয়েছে ২৬ শতাংশ। আর বিগত ১০ দিনে যার দাম বেড়েছে ৩৫ শতাংশেরও বেশি। সিঙ্গাপুরে ম্যাট্রিক্সপোর্ট ভিত্তিক ডিজিটাল অ্যাসেট ফিন্যান্সিয়াল সার্ভিসের কৌশল ও গবেষণা প্রধান মার্কুস থিয়েলসনের মতে, নগদ অর্থ প্রবাহ ঠিক থাকলে সবক্ষেত্রে গতি বজায় থাকে। বিকল্প তারল্যের অস্ত্র হয়ে উঠছে বিটকয়েন।

তার ধারণা, চলতি বছরের শেষ নাগাদ এক বিটকয়েনের দাম দাঁড়াবে ৪৫ হাজার ডলার। ফলে তারল্য সরবরাহে ক্রিপ্টো সম্পদের দিকে হাঁটতে পারে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। এর আগে ২০২১ সালে এমনটি ঘটেছিল বলে জানান তিনি। তবে বাংলাদেশে এ পদ্ধতির বিনিয়োগ অবৈধ বলে বিবেচিত হয়।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

বিটকয়েনের মূল্য ৯ মাসে সর্বোচ্চ

আপডেট সময় ০৯:৪৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

হু হু করে বাড়ছে বিটকয়েনের দাম। সোমবারও (২০ মার্চ) শীর্ষ ক্রিপ্টোকারেন্সির দর ঊর্ধ্বমুখী রয়েছে। যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য ওঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে টানা ৭ দিন বিটকয়েনের মূল্য বেড়েছে। বিশ্বজুড়ে ব্যাংকিং সেক্টরে অস্থিরতা বিরাজ করছে। ফলে ডিজিটাল সম্পদে বিনিয়োগে ঝুঁকছেন ব্যবসায়ীরা। ফলে বিটকয়েন এগিয়ে যাচ্ছে। রোববার বিটকয়েনের দর বেশ বাড়ে। একটির দাম নিষ্পত্তি হয় ২৮ হাজার ৪৭৪ ডলারে। ২০২২ সালের ১২ জুনের পর যা সবচেয়ে বেশি।

গেল সপ্তাহে ভার্চুয়াল মুদ্রাটির মূল্য বৃদ্ধি পেয়েছে ২৬ শতাংশ। আর বিগত ১০ দিনে যার দাম বেড়েছে ৩৫ শতাংশেরও বেশি। সিঙ্গাপুরে ম্যাট্রিক্সপোর্ট ভিত্তিক ডিজিটাল অ্যাসেট ফিন্যান্সিয়াল সার্ভিসের কৌশল ও গবেষণা প্রধান মার্কুস থিয়েলসনের মতে, নগদ অর্থ প্রবাহ ঠিক থাকলে সবক্ষেত্রে গতি বজায় থাকে। বিকল্প তারল্যের অস্ত্র হয়ে উঠছে বিটকয়েন।

তার ধারণা, চলতি বছরের শেষ নাগাদ এক বিটকয়েনের দাম দাঁড়াবে ৪৫ হাজার ডলার। ফলে তারল্য সরবরাহে ক্রিপ্টো সম্পদের দিকে হাঁটতে পারে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। এর আগে ২০২১ সালে এমনটি ঘটেছিল বলে জানান তিনি। তবে বাংলাদেশে এ পদ্ধতির বিনিয়োগ অবৈধ বলে বিবেচিত হয়।