০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৮:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • / ১০৬ বার পড়া হয়েছে

দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হচ্ছে শুক্রবার (২৪ মার্চ) থেকে।

বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সন্ধ্যায় বাংলাদেশের কোথাও হিজরি ১৪৪৪ সনের রমজান মাসের চাঁদ দেখা যায়নি।

শুক্রবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। আগামী ১৮ এপ্রিল দিনগত রাতে (রমজানের ২৬তম রাত) পবিত্র লাইলাতুল কদর পালিত হবে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে বৃহস্পতিবার রাত থেকে তারাবিহ নামাজ শুরু হবে। ঢাকায় প্রথম দিন সাহরির শেষ সময় রাত ৪টা ৩৯ মিনিট। শুক্রবার প্রথম রোজার ইফতারের সময় ৬টা ১৪ মিনিট।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার

আপডেট সময় ০৮:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩

দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হচ্ছে শুক্রবার (২৪ মার্চ) থেকে।

বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সন্ধ্যায় বাংলাদেশের কোথাও হিজরি ১৪৪৪ সনের রমজান মাসের চাঁদ দেখা যায়নি।

শুক্রবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। আগামী ১৮ এপ্রিল দিনগত রাতে (রমজানের ২৬তম রাত) পবিত্র লাইলাতুল কদর পালিত হবে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে বৃহস্পতিবার রাত থেকে তারাবিহ নামাজ শুরু হবে। ঢাকায় প্রথম দিন সাহরির শেষ সময় রাত ৪টা ৩৯ মিনিট। শুক্রবার প্রথম রোজার ইফতারের সময় ৬টা ১৪ মিনিট।