আন্তর্জাতিক পানি সম্মেলনের সহসভাপতি বাংলাদেশ

- আপডেট সময় ১০:৫৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
- / ১৭২ বার পড়া হয়েছে
জাতিসংঘের প্রথম আন্তর্জাতিক পানি সম্মেলনের সহসভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) নিউইয়র্কে সংস্থাটির সদরদপ্তরে সম্মেলনের উদ্বোধনের সময় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত বলেন, সহসভাপতি পদে বাংলাদেশকে নির্বাচিত করা জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় বাংলাদেশের দক্ষ নেতৃত্বের ওপর বিশ্ব সম্প্রদায়ের গভীর আস্থারই প্রতিফলন। এর মাধ্যমে বৈশ্বিক পানি বিষয়ক এজেন্ডায় আমাদের জাতীয় অগ্রাধিকারগুলো অর্জনের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির পথ প্রশস্ত হবে।
এর আগে, গত বৃহস্পতিবার জাতিসংঘের এই প্রথম আন্তর্জাতিক পানি সম্মেলন শুরু হয়। চলবে আগামী ২৪ মার্চ পর্যন্ত। এতে জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের নেতৃত্বে ১৩-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল এই সম্মেলনে অংশ নিয়েছে।