০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
শিরোনাম
এমন চরিত্রে আগে কখনও কাজ করিনি : স্পর্শিয়া

নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৮:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
- / ১৮৩ বার পড়া হয়েছে
সময়ের জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া। দিন দিন যেন অভিনয়ে চরিত্রের প্রতি আরও বেশি মনোযোগী হচ্ছেন। এখন সংখ্যার চেয়ে মানে গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছেন। তাই সিনেমা কিংবা টিভি নাটকেও তাকে খুব যত্ন করে কাজ করতে দেখা যায়।
এরই প্রেক্ষিতে ‘মায়ের বিয়ে’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এই নাটকটিতে তাকে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এটি রচনা করেছেন আল আমিন স্বপন ও পরিচালনা করেছেন মামুন আব্দুল্লাহ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘এই গল্প ও আমার চরিত্রটি একেবারই ভিন্ন।
এমন চরিত্রে আগে কখনও কাজ করিনি। এ নাটকে আমাকে মায়ের চরিত্রে দেখা যাবে। খুব যত্ন নিয়ে অভিনয় করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ জানা গেছে, ইতোমধ্যেই নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। আসন্ন ঈদুল ফিতরে প্রচার হবে এটি।
ট্যাগস