০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

সাকিবদের আইপিএল ইস্যুতে যা বললেন মাশরাফী

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৯:১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • / ১১১ বার পড়া হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে বাংলাদেশি ক্রিকেটারদের খেলা নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে জাতীয় দলের নির্বাচকরা, কেউই সাকিবদের আইপিএলে খেলা নিয়ে আশার কথা শুনাতে পারছেন না। এতে করে দেশের ক্রীড়াঙ্গনের এই মহাতারকাদের আইপিএলে খেলা নিয়ে বিপত্তি বেধেছে।

প্রথমবারের মতো আইপিএলে তিন টাইগার ক্রিকেটার সুযোগ পেলেও এখনও তাদেরকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি বিসিবি। বিসিবির ভাষ্য, দেশের ম্যাচ শেষ করেই আইপিএলে যেতে পারবেন সাকিবরা। রোববার (২৭ মার্চ) টাইগার হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও এ নিয়ে মুখ খুলেছেন। তার দাবি, ‘আইপিএলের আগে দেশ বড়’।

এবার সাকিবদের আইপিএল নিয়ে মুখ খুলেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এমনকি বিসিবির সিদ্ধান্তে অসন্তুষ্ট দেশসেরা এই পেসার।সোমবার (২৭ মার্চ) বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন-সাকিবদের আইপিএল খেলার বিষয়ে নিজের মতামত জানিয়েছেন লাল-সবুজ শিবিরের সাবেক এই অধিনায়ক।

মাশরাফীর দাবি, পৃথিবীর অন্যান্য দেশ তো কোনো খেলোয়াড়কে আটকাচ্ছে না। আমাদের শুধু শুধু আবেগী হয়ে তো লাভ নেই। আমরা তো অনেক খেলোয়াড়কে পরিবর্তন করে খেলাচ্ছি; খেলাচ্ছি না, তা তো না। সাবেক এই অধিনায়ক বলেন, একটা টেস্ট ম্যাচের পর হয়তো-বা যেতে পারবে। তারপরেও আমার কাছে মনে হয়, টেস্ট ম্যাচ যদি ম্যানেজেবল হয় কাউকে দিয়ে। গেলে তো সমস্যা নেই। শুধু ওদের ক্ষেত্রেই ভালো জায়গায় যখন সুযোগ পায়, তখন বারবার আটকানো ঠিক না।

এই সংসদ সদস্য আরও বলেন, ওদের সঙ্গে খোলামেলা আলাপ করা উচিত; ওরা যদি মন থেকে যেতে চায়, সেক্ষেত্রে কেন নয়? আর আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ কিছু ক্ষেত্রে আমার মনে হয় ম্যানেজ করার সক্ষমতা আমাদের আছে, বিশেষ করে টেস্ট ম্যাচে। আলটিমেটলি সারা পৃথিবীর খেলোয়াড় তো যাচ্ছে, তাই না শুধু শুধু আমাদের খেলোয়াড়দের আটকে রেখে লাভ কি।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সাকিবদের আইপিএল ইস্যুতে যা বললেন মাশরাফী

আপডেট সময় ০৯:১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে বাংলাদেশি ক্রিকেটারদের খেলা নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে জাতীয় দলের নির্বাচকরা, কেউই সাকিবদের আইপিএলে খেলা নিয়ে আশার কথা শুনাতে পারছেন না। এতে করে দেশের ক্রীড়াঙ্গনের এই মহাতারকাদের আইপিএলে খেলা নিয়ে বিপত্তি বেধেছে।

প্রথমবারের মতো আইপিএলে তিন টাইগার ক্রিকেটার সুযোগ পেলেও এখনও তাদেরকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি বিসিবি। বিসিবির ভাষ্য, দেশের ম্যাচ শেষ করেই আইপিএলে যেতে পারবেন সাকিবরা। রোববার (২৭ মার্চ) টাইগার হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও এ নিয়ে মুখ খুলেছেন। তার দাবি, ‘আইপিএলের আগে দেশ বড়’।

এবার সাকিবদের আইপিএল নিয়ে মুখ খুলেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এমনকি বিসিবির সিদ্ধান্তে অসন্তুষ্ট দেশসেরা এই পেসার।সোমবার (২৭ মার্চ) বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন-সাকিবদের আইপিএল খেলার বিষয়ে নিজের মতামত জানিয়েছেন লাল-সবুজ শিবিরের সাবেক এই অধিনায়ক।

মাশরাফীর দাবি, পৃথিবীর অন্যান্য দেশ তো কোনো খেলোয়াড়কে আটকাচ্ছে না। আমাদের শুধু শুধু আবেগী হয়ে তো লাভ নেই। আমরা তো অনেক খেলোয়াড়কে পরিবর্তন করে খেলাচ্ছি; খেলাচ্ছি না, তা তো না। সাবেক এই অধিনায়ক বলেন, একটা টেস্ট ম্যাচের পর হয়তো-বা যেতে পারবে। তারপরেও আমার কাছে মনে হয়, টেস্ট ম্যাচ যদি ম্যানেজেবল হয় কাউকে দিয়ে। গেলে তো সমস্যা নেই। শুধু ওদের ক্ষেত্রেই ভালো জায়গায় যখন সুযোগ পায়, তখন বারবার আটকানো ঠিক না।

এই সংসদ সদস্য আরও বলেন, ওদের সঙ্গে খোলামেলা আলাপ করা উচিত; ওরা যদি মন থেকে যেতে চায়, সেক্ষেত্রে কেন নয়? আর আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ কিছু ক্ষেত্রে আমার মনে হয় ম্যানেজ করার সক্ষমতা আমাদের আছে, বিশেষ করে টেস্ট ম্যাচে। আলটিমেটলি সারা পৃথিবীর খেলোয়াড় তো যাচ্ছে, তাই না শুধু শুধু আমাদের খেলোয়াড়দের আটকে রেখে লাভ কি।