০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৬

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৯:২৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • / ২৩৩ বার পড়া হয়েছে

আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। সোমবার (২৭ মার্চ) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পথে তল্লাশিচৌকিতে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে এই আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরণে ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, হামলাকারীকে শনাক্ত করা হয়েছিল। কিন্তু তাকে আটকানোর আগেই বিস্ফোরণ ঘটে। উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে কাবুলসহ দেশটির অন্যান্য শহরাঞ্চলে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকটি হামলার দায় ইসলামিক স্টেট জঙ্গিরা স্বীকার করেছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৬

আপডেট সময় ০৯:২৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। সোমবার (২৭ মার্চ) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পথে তল্লাশিচৌকিতে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে এই আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরণে ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, হামলাকারীকে শনাক্ত করা হয়েছিল। কিন্তু তাকে আটকানোর আগেই বিস্ফোরণ ঘটে। উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে কাবুলসহ দেশটির অন্যান্য শহরাঞ্চলে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকটি হামলার দায় ইসলামিক স্টেট জঙ্গিরা স্বীকার করেছে।