ঢাকায় শুরু হলো আইওসি রিজিয়নাল কমিটির অধিবেশন
- আপডেট সময় ০৩:৪৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
- / ১০৫ বার পড়া হয়েছে
ইউনেসকোর ইন্টারগভর্নমেন্টাল ওশনোগ্রাফিক কমিশনের (আইওসি) আঞ্চলিক কমিটি ফর দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশানের নবম অধিবেশন শুরু হয়েছে। বাংলাদেশ এ কমিটির সভাপতি।
মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তিন দিনের এ অধিবেশন আয়োজকদের পক্ষ থেকে ভিডিও বার্তার মাধ্যমে উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন। তিনি বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে টেকসই সমুদ্র সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী। সমুদ্র খাত উন্নয়নে আমাদের সবার সমান লক্ষ্য।
আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম পরিচালনা; প্রকল্প গ্রহণ; এবং সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারত মহাসাগরের সদস্য রাষ্ট্রগুলোকে তাদের সুনির্দিষ্ট স্বার্থ ও অগ্রাধিকার বিবেচনা করে এই অঞ্চলের সক্ষমতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বাড়াতে আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী। অধিবেশনের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন ইউনেস্কোর ইন্টারগভর্নমেন্টাল ওশনোগ্রাফিক কমিশনের আঞ্চলিক কমিটি ফর দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশানের নির্বাহী সচিব ভ্লাদিমির রিয়াবিনিন।
এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম। বাংলাদেশসহ ১৪টি দেশের প্রতিনিধি, আইওসি-ইউনেস্কো সচিবালয়, ইন্ডিয়ান ওশান কমিশন এবং বিশ্বব্যাংকের স্বতন্ত্র পর্যবেক্ষক ও প্রতিনিধিরা এ সেশনে অংশগ্রহণ করছে। অধিবেশনে অংশগ্রহণকারী দেশগুলো হলো- বাংলাদেশ, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কুয়েত, মালয়েশিয়া, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, সৌদি আরব এবং ইয়েমেন।