০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার বেড়াতে এসে ভারতীয় পর্যটকের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:৪৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • / ১০৬ বার পড়া হয়েছে

কক্সবাজারে বেড়াতে আসা ভারতীয় এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) কক্সবাজার টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোল্লা শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে ১২টায় শহরের কলাতলী হোটেল মোটেল জোনের অস্টার ইকোর ৮০৪ নম্বর কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে তাকে কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেন। মৃত কুলা চন্দ্র সিং (৭৪) মনিপুরের ইম্ফল এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোল্লা শাহিন জানান, গত মঙ্গলবার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কুলাল চন্দ্র সিং কক্সবাজারে বেড়াতে এসে ওঠেন শহরের মোটেল জোনের অস্টার ইকো হোটেলের ৮০৪ নম্বর কক্ষে। বুধবার রাতে তিনি বাথরুমে গেলে সেখানে অজ্ঞান হয়ে যান। স্বজনেরা হোটেল কর্তৃপক্ষের সহায়তায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।

পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে সেটি এখনও জানা যায়নি।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার বেড়াতে এসে ভারতীয় পর্যটকের মৃত্যু

আপডেট সময় ১০:৪৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

কক্সবাজারে বেড়াতে আসা ভারতীয় এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) কক্সবাজার টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোল্লা শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে ১২টায় শহরের কলাতলী হোটেল মোটেল জোনের অস্টার ইকোর ৮০৪ নম্বর কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে তাকে কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেন। মৃত কুলা চন্দ্র সিং (৭৪) মনিপুরের ইম্ফল এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোল্লা শাহিন জানান, গত মঙ্গলবার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কুলাল চন্দ্র সিং কক্সবাজারে বেড়াতে এসে ওঠেন শহরের মোটেল জোনের অস্টার ইকো হোটেলের ৮০৪ নম্বর কক্ষে। বুধবার রাতে তিনি বাথরুমে গেলে সেখানে অজ্ঞান হয়ে যান। স্বজনেরা হোটেল কর্তৃপক্ষের সহায়তায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।

পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে সেটি এখনও জানা যায়নি।