কাভার্ডভ্যানচাপায় ছাত্রীর মৃত্যু, চালক রিমান্ডে
- আপডেট সময় ০৬:৫৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
- / ১৪০ বার পড়া হয়েছে
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আক্তার তামান্নার (২৭) মৃত্যুর ঘটনায় করা মামলায় কাভার্ডভ্যানের চালক শামীমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম আসামির রিমান্ড মঞ্জুর করেন।
এদিন আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত ৩১ মার্চ রাতে রাজধানীর লালবাগ বেড়িবাঁধ এলাকায় কাভার্ডভ্যানচাপায় সানজিদার মৃত্যু হয়।
এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ এবং চালককে আটক করে পুলিশ। লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোর্শেদ জানান, সানজিদা মোটরসাইকেলে (রাইড শেয়ারিং) করে বেড়িবাঁধ হয়ে বাসায় যাচ্ছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পেছনে বসা সানজিদা পড়ে যান।
এ সময় কাভার্ডভ্যানটি সানজিদার ওপর দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সানজিদার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন তিনি।