স্বর্ণপদকজয়ী টেবিল টেনিস দলকে সংবর্ধনা
- আপডেট সময় ০৬:১৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ১০৬ বার পড়া হয়েছে
সাউথ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদকজয়ী বাংলাদেশ জুনিয়র টেবিল টেনিস দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সেনা সদর দপ্তরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি মেজবাহ উদ্দিন সেনাপ্রধানকে টেবিল টেনিস জাতীয় দলের জার্সি এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য খোন্দকার হাসান মুনীর সেনাপ্রধানকে একটি টেবিল টেনিস ব্যাট উপহার দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডাইরেক্টর মিলিটারি ট্রেনিং ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলম। সাউথ এশিয়ান জুনিয়রে স্বর্ণপদকজয়ী চার খেলোয়াড় হলেন, মুহতাসিন আহমেদ হৃদয়, রাম হিম লিয়ন বম, নাফিস ইকবাল এবং আবুল হাসেম হাসিব। অনুষ্ঠানে সেনাপ্রধান জানান, বাংলাদেশ সেনাবাহিনী টেবিল টেনিস জাতীয় চ্যাম্পিয়নশিপে পূর্ণাঙ্গ দল গঠন করবে।
এর ফলে ভালো মানের পাঁচ জন ছেলে, পাঁচ জন মেয়ে, দুই জন বালক ও দুই জন বালিকার সারা বছরের জন্য টিমের ব্যবস্থা হয়ে যাওয়া অর্থাৎ বেতনের নিশ্চয়তা হওয়া। তিনি আরও জানান, তিনি নিজে এক সময় টেবিল টেনিস খেলতেন এবং তার কলেজ টিমের পক্ষেও অংশগ্রহণ করেছেন।