০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

দ্বিতীয় দিনের শুরুতেই সাজঘরে ফিরলেন মুমিনুল

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:৫৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • / ১১২ বার পড়া হয়েছে

বাংলাদেশি বোলারদের দাপটে প্রথম দিনেই ২১৪ রানে অলআউট হয়ে যায় আয়ার‌ল্যান্ড। তবে এরপর ব্যাটিংয়ে নেমে সেই ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশের ব্যাটাররা। দিনের শেষ সেশনে মাত্র ১০ ওভার ব্যাট করেও দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।

সেই পরিস্থিতি বদলানোর লক্ষ্যে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন সাবেক অধিনায়ক মুমিনুল হক ও নতুন ব্যাটার মুশফিকুর রহিম। ব্যাটিংয়ে নেমেই বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন লিটল মাস্টারখ্যাত মুমিনুল। তবে সেটি আর দীর্ঘায়িত হয়নি, তিনি মাত্র ১৭ রানেই ফিরেছেন।

আজ (৫ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের খেলায় মুখোমুখি হয়েছে টাইগাররা। এর আগে ৩৪ রানে ২ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের সংগ্রহের চেয়ে ১৮০ রানে পিছিয়ে থেকে স্বাগতিকরা দ্বিতীয় দিন শুরু করেছে।

এদিন শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আগের দিন ব্যক্তিগত ১২ রানে ব্যাট করা মুমিনুল নামের পাশে আর মাত্র ৫ যোগ করতেই সাজঘরে ফিরেছেন। মার্ক অ্যাডায়ারের করা ১৩তম ওভারের চতুর্থ বল প্যাডে স্পর্শ করে সোজা লেগ-স্টাম্পে আঘাত হানে।এরপর ‍মুশফিকুর রহিমের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে এসে নিজের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান সাকিব।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখনও ১৫৯ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। ব্যাট হাতে দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ৪ ও অধিনায়ক সাকিব ৮ রানে ব্যাট করছেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

দ্বিতীয় দিনের শুরুতেই সাজঘরে ফিরলেন মুমিনুল

আপডেট সময় ১০:৫৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩

বাংলাদেশি বোলারদের দাপটে প্রথম দিনেই ২১৪ রানে অলআউট হয়ে যায় আয়ার‌ল্যান্ড। তবে এরপর ব্যাটিংয়ে নেমে সেই ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশের ব্যাটাররা। দিনের শেষ সেশনে মাত্র ১০ ওভার ব্যাট করেও দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।

সেই পরিস্থিতি বদলানোর লক্ষ্যে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন সাবেক অধিনায়ক মুমিনুল হক ও নতুন ব্যাটার মুশফিকুর রহিম। ব্যাটিংয়ে নেমেই বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন লিটল মাস্টারখ্যাত মুমিনুল। তবে সেটি আর দীর্ঘায়িত হয়নি, তিনি মাত্র ১৭ রানেই ফিরেছেন।

আজ (৫ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের খেলায় মুখোমুখি হয়েছে টাইগাররা। এর আগে ৩৪ রানে ২ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের সংগ্রহের চেয়ে ১৮০ রানে পিছিয়ে থেকে স্বাগতিকরা দ্বিতীয় দিন শুরু করেছে।

এদিন শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আগের দিন ব্যক্তিগত ১২ রানে ব্যাট করা মুমিনুল নামের পাশে আর মাত্র ৫ যোগ করতেই সাজঘরে ফিরেছেন। মার্ক অ্যাডায়ারের করা ১৩তম ওভারের চতুর্থ বল প্যাডে স্পর্শ করে সোজা লেগ-স্টাম্পে আঘাত হানে।এরপর ‍মুশফিকুর রহিমের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে এসে নিজের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান সাকিব।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখনও ১৫৯ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। ব্যাট হাতে দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ৪ ও অধিনায়ক সাকিব ৮ রানে ব্যাট করছেন।