বৃহস্পতিবার সার্ভে শুরু করবে ফায়ার সার্ভিস
- আপডেট সময় ০৫:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ৮১ বার পড়া হয়েছে
রাজধানীর বিভিন্ন মার্কেটে বৃহস্পতিবার (০৬ এপ্রিল) থেকে সার্ভে শুরু করবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। এ সময় ওই মার্কেটের মালিক ও সমিতির নেতারাও সঙ্গে থাকবেন।
তাদের উপস্থিতিতে এই সার্ভে করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন। বুধবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় থাকা ফায়ার সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, রাজধানীতে বেশ কিছু ঝুঁকিপূর্ণ মার্কেট রয়েছে। রাজধানী সুপার মার্কেট ও গাউছিয়া মার্কেটসহ আরও কয়েকটিতে আমরা আগামীকাল থেকে সার্ভে শুরু করব। এসব মার্কেটে বিএমডিসি কোর্ট অনুযায়ী প্রবেশ কিংবা বাহির হওয়া এবং অগ্নি নির্বাপণে যে ব্যবস্থা থাকার কথা তা দেখা হবে।
এসব মার্কেটের মালিকপক্ষকে নিয়েই এ সার্ভে করা হবে এবং পরবর্তী করণীয় তা জানিয়ে দেওয়া হবে। ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, আমরা যখন কোনো মার্কেটে সার্ভে চালাব তখন সেই মার্কেটের মালিক, কমিটির নেতারাসহ মিডিয়ার কর্মীদেরও সঙ্গে রাখা হবে।