১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

সপ্তম দফায়ও সাড়া নেই হজ নিবন্ধনে

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • / ১৩১ বার পড়া হয়েছে

হজ নিবন্ধনের ৭ম দফা সময় বৃদ্ধিতেও সাড়া মেলেনি। এই ধাপে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত করা হয়েছিল। পাশাপাশি নতুন করে প্রাক নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগও ঘোষণা করেছিল ধর্ম মন্ত্রণালয়।

এত সুযোগের পরও সাড়া দিয়েছেন মাত্র ৬৬৮ জন। কোটা পূরণ হতে এখনো ৮ হাজার ২৪৪ জন বাকি। চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। বুধবার রাতে রিপোর্ট লেখা পর্যন্ত সরকারি ও বেসরকারি পর্যায় মোট ১ লাখ ১৮ হাজার ৯৫৪ জন হজযাত্রী নিবন্ধন করেছেন।

এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছে ৯ হাজার ৯৯৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ১ লাখ ৮ হাজার ৯৬১ জন। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম যুগান্তরকে বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় আমাদের আসন আর ফাঁকা নেই। যে আসন ফাঁকা আছে সেগুলো হজযাত্রীদের গাইড হিসাবে যাবেন।

চলতি মৌসুমে হজযাত্রী নিবন্ধন শুরু হয় ৮ ফেব্রুয়ারি। শুরুতে সময় বেঁধে দেওয়া হয়েছিল ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু আশানুরূপ নিবন্ধন না হওয়ায় সপ্তম দফা সময় বাড়িয়ে ৫ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সপ্তম দফায়ও সাড়া নেই হজ নিবন্ধনে

আপডেট সময় ১০:০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩

হজ নিবন্ধনের ৭ম দফা সময় বৃদ্ধিতেও সাড়া মেলেনি। এই ধাপে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত করা হয়েছিল। পাশাপাশি নতুন করে প্রাক নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগও ঘোষণা করেছিল ধর্ম মন্ত্রণালয়।

এত সুযোগের পরও সাড়া দিয়েছেন মাত্র ৬৬৮ জন। কোটা পূরণ হতে এখনো ৮ হাজার ২৪৪ জন বাকি। চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। বুধবার রাতে রিপোর্ট লেখা পর্যন্ত সরকারি ও বেসরকারি পর্যায় মোট ১ লাখ ১৮ হাজার ৯৫৪ জন হজযাত্রী নিবন্ধন করেছেন।

এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছে ৯ হাজার ৯৯৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ১ লাখ ৮ হাজার ৯৬১ জন। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম যুগান্তরকে বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় আমাদের আসন আর ফাঁকা নেই। যে আসন ফাঁকা আছে সেগুলো হজযাত্রীদের গাইড হিসাবে যাবেন।

চলতি মৌসুমে হজযাত্রী নিবন্ধন শুরু হয় ৮ ফেব্রুয়ারি। শুরুতে সময় বেঁধে দেওয়া হয়েছিল ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু আশানুরূপ নিবন্ধন না হওয়ায় সপ্তম দফা সময় বাড়িয়ে ৫ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।