০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

আইপিএলে না যাওয়ার কারণ জানালেন সাকিব

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৭:৫০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • / ১১৯ বার পড়া হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলছেন না সাকিব আল হাসান। আন্তর্জাতিক ব্যস্ত সূচি ও ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নিয়েছেন টাইগারদের এই পোস্টারবয়।

বিষয়টি নিয়ে এতদিন নীরব থাকলেও ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সফরের একমাত্র টেস্টে জয়ের পর শুক্রবার (৭ এপ্রিল) মুখ খুলেছেন দেশসেরা এই ক্রিকেটার। সাকিবের ভাষ্য, পারিবারিক কারণেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

আইপিএলের নিয়মিত মুখ সাকিব। টুর্নামেন্টের নয়টি আসরে খেলেছেন তিনি। তবে এবারই প্রথম কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অনুরোধে আসর থেকে সরে দাঁড়িয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আইপিএল খেলতে না পারায় মন খারাপ কি না প্রশ্নে সংবাদ সম্মেলনে সাকিবের দাবি, নাহ, অবশ্যই ভালো একটা সুযোগ ছিল।

বিশ্বকাপের বছর যেহেতু। কিন্তু ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি। এদিকে আইপিএলে না খেলায় ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে পরের ম্যাচগুলোতে খেলার কথা ছিল দেশের ক্রীড়াঙ্গনের এই মহাতারকার। তবে সেখানে সাকিব খেলবেন কি না, তা-ও এখনও পরিষ্কার না। এ বিষয়ে সাকিবের দাবি, সময়ই বলে দেবে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

আইপিএলে না যাওয়ার কারণ জানালেন সাকিব

আপডেট সময় ০৭:৫০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলছেন না সাকিব আল হাসান। আন্তর্জাতিক ব্যস্ত সূচি ও ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নিয়েছেন টাইগারদের এই পোস্টারবয়।

বিষয়টি নিয়ে এতদিন নীরব থাকলেও ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সফরের একমাত্র টেস্টে জয়ের পর শুক্রবার (৭ এপ্রিল) মুখ খুলেছেন দেশসেরা এই ক্রিকেটার। সাকিবের ভাষ্য, পারিবারিক কারণেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

আইপিএলের নিয়মিত মুখ সাকিব। টুর্নামেন্টের নয়টি আসরে খেলেছেন তিনি। তবে এবারই প্রথম কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অনুরোধে আসর থেকে সরে দাঁড়িয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আইপিএল খেলতে না পারায় মন খারাপ কি না প্রশ্নে সংবাদ সম্মেলনে সাকিবের দাবি, নাহ, অবশ্যই ভালো একটা সুযোগ ছিল।

বিশ্বকাপের বছর যেহেতু। কিন্তু ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি। এদিকে আইপিএলে না খেলায় ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে পরের ম্যাচগুলোতে খেলার কথা ছিল দেশের ক্রীড়াঙ্গনের এই মহাতারকার। তবে সেখানে সাকিব খেলবেন কি না, তা-ও এখনও পরিষ্কার না। এ বিষয়ে সাকিবের দাবি, সময়ই বলে দেবে।