০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

ঈদে সাড়ে ৩ কোটি টাকার উপহার দেবে ডিএনসিসি

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৮:২৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • / ১০২ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের উপহার সামগ্রী দেওয়ার জন্য ৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। অর্থ দিয়ে দুস্থদের শাড়ি ও লুঙ্গি উপহার দেওয়া হবে। ডিএনসিসির ৭২ জন কাউন্সিলরের মাধ্যমে এ উপহার সামগ্রী বিতরণ করা হবে। সে হিসাবে প্রত্যেক কাউন্সিলরের জন্য ৫ লাখ টাকা করে বরাদ্দ রয়েছে।

এর আগে ডিএনসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান এ বিষয়ক একটি অফিস আদেশ জারি করেন। মোহাম্মদ মামুন-উল-হাসান জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি প্রদানের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডের প্রত্যেক কাউন্সিলরের অনুকূলে ৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ঈদে সাড়ে ৩ কোটি টাকার উপহার দেবে ডিএনসিসি

আপডেট সময় ০৮:২৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের উপহার সামগ্রী দেওয়ার জন্য ৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। অর্থ দিয়ে দুস্থদের শাড়ি ও লুঙ্গি উপহার দেওয়া হবে। ডিএনসিসির ৭২ জন কাউন্সিলরের মাধ্যমে এ উপহার সামগ্রী বিতরণ করা হবে। সে হিসাবে প্রত্যেক কাউন্সিলরের জন্য ৫ লাখ টাকা করে বরাদ্দ রয়েছে।

এর আগে ডিএনসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান এ বিষয়ক একটি অফিস আদেশ জারি করেন। মোহাম্মদ মামুন-উল-হাসান জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি প্রদানের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডের প্রত্যেক কাউন্সিলরের অনুকূলে ৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।