জঙ্গিবিমানে ভারতের রাষ্ট্রপতির আধাঘণ্টা
- আপডেট সময় ১০:৫০:২১ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ২০৮ বার পড়া হয়েছে
জঙ্গিবিমানে করে প্রথমবার উড়লেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর এ ধরনের বিমানে চড়া ভারতের ইতিহাসে তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে এবং দ্বিতীয় নারী রাষ্ট্রপতি হিসেবে দেখা হচ্ছে। খবর এনডিটিভির
শনিবার (৮ এপ্রিল) আসামে ভারতীয় বিমানবাহিনীর কৌশলগত ঘাঁটি তেজপুরে একটি সুখোই ৩০ এমকেআই যুদ্ধবিমানে এ অভিজ্ঞতা হয় তাঁর। এসময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে ব্যালিস্টিক হেলমেট এবং তাকে মাধ্যাকর্ষণ-বিরোধী স্যুটে সজ্জিত দেখা যায়।
রাষ্ট্রপতি মুর্মু ওই জঙ্গিবিমানে করে প্রায় ৩০ মিনিট ব্রহ্মপুত্র ও তেজপুর ভ্যালির ওপর দিয়ে উড়ে হিমালয় দেখে ফের বিমানবাহিনীর ঘাঁটিটিতে ফেরেন। বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি দুই কিলোমিটার ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ৮০০ কিলোমিটার গতিতে উড়েছে।
এসময় তাঁর সঙ্গে ছিলেন ১০৬ স্কোয়াড্রনের কমান্ডিং কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন নবীন কুমার। ২০০৯ সালে ভারতের তখনকার রাষ্ট্রপতি প্রতিভা পাতিলও এরকম জঙ্গিবিমানে উড়েছিলেন।











