০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
শিরোনাম
হামলার মুখে আল আকসায় ১ লাখ ৪০ হাজার মুসল্লির তারাবি আদায়

নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০১:৩২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / ১৩০ বার পড়া হয়েছে
ইসরাইলি বাধা উপেক্ষা করে জেরুজালেমে অবস্থিত পবিত্র মসজিদ আল আকসায় এক লাখ ৪০ হাজার মুসল্লি একসঙ্গে তারাবির নামাজ আদায় করেছেন।
জেরুজালেম ইসলামিক ফাউন্ডেশন বিভাগ এ তথ্য দিয়েছে। খবর ইয়েনি সাফাকের।উল্লেখ্য, ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে গত মঙ্গল ও বুধবার টানা দুদিন মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ। আল আকসায় হামলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন।
একই সঙ্গে মুসল্লিদের নামাজে বাধা দেওয়ার কোনো অধিকার ইসরাইলের নেই বলেও জানিয়েছে দেশটি। আল আকসা মসজিদে হামলার ঘটনায় ইসরাইলি কর্মকাণ্ডের নিন্দা করেছেন জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। একই সঙ্গে ইসরাইলের নিন্দা জানিয়েছে আরব লিগ ও ওআইসিও।
ট্যাগস