ঈদ ঘিরে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন

- আপডেট সময় ০৭:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / ১৬৭ বার পড়া হয়েছে
ঈদের আগে ও পরে মোট ১৩ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। মানুষের দুর্ভোগ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (৯ এপ্রিল) রাজধানীর বনানীতে ঈদ যাত্রার প্রস্তুতি নিয়ে এক সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। তিনি বলেন, ঈদের আগের পাঁচ দিন এবং ঈদের দিনসহ পরের আট দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। কাদের বলেন, ঈদের সময় পদ্মা সেতু ছাড়া সব জায়গায় মোটরসাইকেল চলবে।
ফেরি দিয়ে পদ্মা নদী পার হবে মোটরসাইকেল। ঈদে সড়কের শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, সড়কে এখনও শৃঙ্খলা কার্যকর করা সম্ভব হয়নি। শৃঙ্খলা কার্যকর করতে পারিনি। একই সঙ্গে পরিবহন শৃঙ্খলা করা সম্ভব হয়নি। সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়া না বড় চ্যালেঞ্জ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঈদের সময় অনেক ভিআইপি সড়কে রঙ সাইডে চলাচল করেন। এসব অসাধারণ মানুষরা আইন না মানলে, শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।