গোল্ডেন মনিরের জামিন স্থগিতের শুনানি ২৬ এপ্রিল

- আপডেট সময় ০২:৫৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ১৮৪ বার পড়া হয়েছে
মানিলন্ডারিংয়ের মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আবেদনটি শুনানির জন্য আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন চেম্বার জজ আদালত।
মঙ্গলবার (১১ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ সাইফুল ইসলাম। মনিরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।
এ দিন আদালত জানান, আগামী ২৬ এপ্রিল শুনানি না হওয়া পর্যন্ত গোল্ডেন মনির জামিনে মুক্ত হতে পারবেন না। এর আগে, গত ৫ এপ্রিল মানি লন্ডারিংয়ের মামলায় গোল্ডেন মনিরকে জামিন দেন হাইকোর্ট। পরে জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
উল্লেখ্য, ২০২০ সালের ১১ মে সিআইডির পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে গোল্ডেন মনিরসহ ১০ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে বাড্ডা থানায় মামলা দায়ের করেন।এরপর একই বছরের ২১ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।