০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
শিরোনাম
অস্ট্রেলিয়া উপকূলে আঘাত হানছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইলসা’

নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৫:৩৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ১৩৮ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে তীব্র হচ্ছে ঘূর্ণিঝড় ‘ইলসা’। শক্তিশালী এ ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে অথবা শুক্রবার সকালে ওই অঞ্চলে আঘাত হানতে পারে। খবর সিএনএন।
আবহাওয়া বিশেষজ্ঞ জানিয়েছেন, গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইলসা। এদিকে অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর বি ও এম জানায়, আকরিক লোহা রপ্তানির প্রধান বন্দর পোর্ট হেডল্যান্ড ও রাজ্যের বৃহত্তম আদিবাসী আবাসস্থল বিদ্যাডাঙ্গার কাছে ভূমিতে আঘাত হানবে এই ঝড়।
ঘূর্ণিঝড় ‘ইলসা’ সর্বশেষ উপকূল বরাবর দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। আঘাত হানার সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ ২৭৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ঘূর্ণিঝড় সামনে রেখে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের নানা ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে।
ট্যাগস