আইরিশদের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দলে বড় পরিবর্তন
- আপডেট সময় ০৬:০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / ১১১ বার পড়া হয়েছে
বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসে চতুর্থ ম্যাচ খেলেছে আয়ারল্যান্ড। তবে সফরের একমাত্র সেই টেস্টে আইরিশদের বিপক্ষে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই ৭ উইকেটে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
টাইগারদের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ শেষে আইরিশদের সামনে নতুন মিশন। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছে পল স্টার্লিংরা। এবার চমক রেখে সেই সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। আগামী রোববার (১৬ এপ্রিল) গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে প্রথমবারের মতো সাদা পোশাকে ডাক পেয়েছেন লেগ স্পিনার দুশান হেমান্থ। এ ছাড়া স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ উইকেট-রক্ষক ব্যাটার নিরোশান ডিকওয়েলা। তার পরিবর্তে দীর্ঘ ৬ বছর পর ডাক পেয়েছেন সাদিরা সামারাবিক্রমা। এ ছাড়া কিউইদের বিপক্ষে খেলা সবশেষ টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন কাসুন রাজিথা, লাহিরু কুমারা এবং ওশাদা ফার্নান্দো। তবে আইরিশদের বিপক্ষে অভিষেকের অপেক্ষায় থাকবেন একাধিক লঙ্কান তরুণ।
শ্রীলঙ্কার টেস্ট দল : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিশান মাদুশকা, সাদিরা সামারাবিক্রমা (উইকেটকিপার), রমেশ মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া, দুশান হেমান্থ, লাসিথ অ্যাম্বুলদেনিয়া, আসিথা ফার্নান্দো, মিলান রত্নায়েকে এবং বিশ্ব ফার্নান্দো।