সেনাবাহিনী নিয়ে বিস্ফোরক মন্তব্য ইমরান খানের
- আপডেট সময় ১০:২০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- / ৮২ বার পড়া হয়েছে
পাকিস্তানের রাজনীতিতে সেনাপ্রধানই সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বিরোধীদলীয় এই নেতার অভিযোগ, তিনি যাতে ক্ষমতায় ফিরতে না পারেন তাই সেনাবাহিনী দেশটির ‘দুর্নীতিগ্রস্ত মাফিয়াদের’ পক্ষ নিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় লাহোরে দলীয় সমর্থকদের উদ্দেশে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান এসব কথা বলেন। একই সঙ্গে তিনি তার দলীয় সমর্থকদের দেশের সর্বোচ্চ আদালতের পাশে থাকারও আহ্বান জানান।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতৃত্বাধীন জোট সরকার দেশটির ইলেকট্রনিক মিডিয়ায় ইমরান খানের বক্তব্য প্রচারে ‘অঘোষিত নিষেধাজ্ঞা’ দিয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। সুপ্রিমকোর্টে বিভক্তি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান খান।
তিনি দাবি করেন, ‘আমদানি করা সরকার’ সুপ্রিমকোর্টকে অসম্মান করার চেষ্টা চালাচ্ছে। সরকার সর্বোচ্চ আদালতকে অসম্মানিত করার সব রকম চেষ্টা চালাচ্ছে। তাই আমি সর্বোচ্চ আদালতের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। পাকিস্তানের গণতন্ত্র এখন সুপ্রিমকোর্টের ওপর নির্ভর করছে। যারা গণতন্ত্র চান তাদের এর পাশে দাঁড়াতে হবে।’