১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

পুরনো গানের নতুন আয়োজনে চঞ্চল ও শাওন

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৯:৫৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
  • / ১০৪ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। অভিনয়ের পাশাপাশি গানের জগতেও বিচরণ রয়েছে তাদের। সম্প্রতি ৪৫ বছরের পুরনো গান নতুনভাবে গেয়েছেন চঞ্চল-শাওন।

প্রখ্যাত গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা জনপ্রিয় ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ শিরোনামের গানটির নতুন আয়োজনে কণ্ঠ দিয়েছেন তারা। এবারের গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন ইমন সাহা।জানা গেছে, ১৯৭৮ সালের ২৯ সেপ্টেম্বর মুত্তিপ্রাপ্ত এবং আজিজুর রহমানের নির্মিত রাজ্জাক ও অঞ্জনা অভিনীত ‘অশিক্ষিত’ সিনেমার গান এটি।

সে সময় সত্য সাহার সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছিলেন শাম্মী আখতার ও খন্দকার ফারুক আহমেদ। এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘আগের প্রজন্মের এবং বর্তমান প্রজন্মের মধ্যে একটি যোগসূত্র তৈরি করে দেওয়ার জন্যই গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতা-দর্শকদের গানটি ভালো লাগবে।’

বর্তমানে ভারতে অবস্থান করছেন শাওন। সেখান থেকে মোবাইল ফোনে গানটি তারা সরাসরিই মিউজিক ভিডিও নির্মাণের সময়ই গেয়েছেন বলে জানান। প্রসঙ্গত, ‘আইপিডিসি আমাদের গান ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার’ শিরোনামে একটি প্রজেক্টের অধীনে গানটি তৈরি হয়েছে। আসন্ন ঈদুল ফিতরের চাঁদ রাতে এটি প্রকাশ করা হবে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

পুরনো গানের নতুন আয়োজনে চঞ্চল ও শাওন

আপডেট সময় ০৯:৫৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩

দেশের জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। অভিনয়ের পাশাপাশি গানের জগতেও বিচরণ রয়েছে তাদের। সম্প্রতি ৪৫ বছরের পুরনো গান নতুনভাবে গেয়েছেন চঞ্চল-শাওন।

প্রখ্যাত গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা জনপ্রিয় ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ শিরোনামের গানটির নতুন আয়োজনে কণ্ঠ দিয়েছেন তারা। এবারের গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন ইমন সাহা।জানা গেছে, ১৯৭৮ সালের ২৯ সেপ্টেম্বর মুত্তিপ্রাপ্ত এবং আজিজুর রহমানের নির্মিত রাজ্জাক ও অঞ্জনা অভিনীত ‘অশিক্ষিত’ সিনেমার গান এটি।

সে সময় সত্য সাহার সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছিলেন শাম্মী আখতার ও খন্দকার ফারুক আহমেদ। এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘আগের প্রজন্মের এবং বর্তমান প্রজন্মের মধ্যে একটি যোগসূত্র তৈরি করে দেওয়ার জন্যই গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতা-দর্শকদের গানটি ভালো লাগবে।’

বর্তমানে ভারতে অবস্থান করছেন শাওন। সেখান থেকে মোবাইল ফোনে গানটি তারা সরাসরিই মিউজিক ভিডিও নির্মাণের সময়ই গেয়েছেন বলে জানান। প্রসঙ্গত, ‘আইপিডিসি আমাদের গান ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার’ শিরোনামে একটি প্রজেক্টের অধীনে গানটি তৈরি হয়েছে। আসন্ন ঈদুল ফিতরের চাঁদ রাতে এটি প্রকাশ করা হবে।