‘ভোটে জিতবে না বলে বিএনপি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে’
- আপডেট সময় ০৯:০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ৮২ বার পড়া হয়েছে
ভোটে জিততে পারবে না বলে বিএনপি বিভিন্ন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে ভাসানটেক সরকারি কলেজ মাঠে (বিআরপি-সংলগ্ন) ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পরশ বলেন, নির্বাচনে আসার তাদের (বিএনপি) যোগ্যতা নেই। তারা জানে নির্বাচনে জিততে পারবে না। কারণ, গত ১৪ বছর তারা জনগণের পাশে দাঁড়ায়নি। তাই তারা নির্বাচনে ভয় পায়। তিনি বলেন, বিএনপি মনে করে তারা নির্বাচনে না গেলে সংসদ নির্বাচন বৈধতা পাবে না। তারা আগেও নির্বাচন বয়কট করেছিল। কিন্তু তাতে বৈধতার কোনো সংকট হয়নি।
যুবলীগ চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আজকে যে ষড়যন্ত্র চলছে সেটা দেশের উন্নয়ন ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র মোকাবিলায় মুক্তিযুদ্ধের চেতনার শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরশ বলেন, বঙ্গবন্ধুকন্যা জানেন, আপনারা (জনগণ) তার শক্তি। তাই তিনি বারবার আমাদের জনগণের কাছেই পাঠান।
আর আমরাও আপনাদের কাছে বারবার ফিরে আসি। আপনারাই আমাদের ভরসা, আমাদের প্রধান শক্তি। সম্প্রতি আগুনের ঘটনাগুলো নাশকতার ষড়যন্ত্র কি না সেটা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান যুবলীগের এই নেতা।