মুন্সীগঞ্জে ঈদযাত্রায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪
- আপডেট সময় ১০:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / ৯৬ বার পড়া হয়েছে
ঈদযাত্রায় মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শরীয়তপুরের লেকুরিয়া সকিপুর এলাকার হাবিবের ছেলে সাইফুল (৩৫), একই এলাকার নূর মোহাম্মদি মেল্লার স্ত্রী হাজেরা খাতুন (৬০), নড়িয়া জেলার কেদারপুর এলাকাট মো. শাজাহান কাজীর ছেলে আরিফ কাজী ও অজ্ঞাত নারী (২৫)।
মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-মাওয়া-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত এবং ১৫ জন আহত হন। পরে স্থানীয় হাসপাতালে ও ঢাকায় নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, বৃহস্পতিবার সকালে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের ঢাকা ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে রাস্তার দক্ষিণ প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে যানজট নিরসনের চেষ্টা করছে।