১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

অবশেষে রাজধানীতে বৃষ্টির দেখা

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:৫৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
  • / ১২৬ বার পড়া হয়েছে

রাজধানীসহ আশপাশের এলাকায় বৃষ্টির দেখা মিলেছে। টানা কয়েক দিনের তীব্র তাপপ্রবাহে যখন বিপর্যস্ত জনজীবন। ঠিক তখনই নেমে এলো রাজধানীতে বৃষ্টি। শুক্রবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ বৃষ্টির দেখা মেলে রাজধানীবাসীর কাছে।

এ বৃষ্টির খবর আগে ভাগেই আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (২১ এপ্রিল) ও শনিবার সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এই সময়ে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বুলেটিনে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হাওয়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। অন্যদিকে ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, ভোলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় ৩৮, রাজশাহীতে ৪২ দশমিক ৫, রংপুরে ৩৭ দশমিক ৪, ময়মনসিংহে ৩৫ দশমিক ৪, সিলেটে ৩৭ দশমিক ৪, চট্টগ্রামে ৩৭ দশমিক ৩ এবং বরিশালে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী শনিবার থেকে সারাদেশে বৃষ্টি বেড়ে দাবদাহের দাপট কমে আসতে পারে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

অবশেষে রাজধানীতে বৃষ্টির দেখা

আপডেট সময় ১০:৫৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩

রাজধানীসহ আশপাশের এলাকায় বৃষ্টির দেখা মিলেছে। টানা কয়েক দিনের তীব্র তাপপ্রবাহে যখন বিপর্যস্ত জনজীবন। ঠিক তখনই নেমে এলো রাজধানীতে বৃষ্টি। শুক্রবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ বৃষ্টির দেখা মেলে রাজধানীবাসীর কাছে।

এ বৃষ্টির খবর আগে ভাগেই আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (২১ এপ্রিল) ও শনিবার সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এই সময়ে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বুলেটিনে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হাওয়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। অন্যদিকে ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, ভোলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় ৩৮, রাজশাহীতে ৪২ দশমিক ৫, রংপুরে ৩৭ দশমিক ৪, ময়মনসিংহে ৩৫ দশমিক ৪, সিলেটে ৩৭ দশমিক ৪, চট্টগ্রামে ৩৭ দশমিক ৩ এবং বরিশালে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী শনিবার থেকে সারাদেশে বৃষ্টি বেড়ে দাবদাহের দাপট কমে আসতে পারে।