০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

‘আ.লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়’

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১১:১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
  • / ৮২ বার পড়া হয়েছে

পরাজয়ের ভয়ে আওয়ামী লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শুক্রবার (২৮ এপ্রিল) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের আশ্রমপাড়া বাজারে ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ আবারও ভোটার ও বিরোধীদলবিহীন ভোট চুরির প্রহসন করতে চায়। তাদের অধীনে নির্বাচন অবাধ, নিরপেক্ষ হয় না। তারা ভোট চুরি করে, তাই শুধু বিএনপি নয়, জনগণও আওয়ামী সরকারের অধীনে প্রহসনের নির্বাচন বয়কট করে।

তিনি বলেন, সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যর্থ হয়েছে। শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিলেও প্রচণ্ড গরমে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কল-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।প্রধানমন্ত্রী জাপানে গিয়ে নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে বিভ্রান্তিকর কথা বলছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

বিনিময় সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আরফান আলী, অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান, মোতালেব হোসেন, মফিজ উদ্দিন, কেন্দ্রীয় জাসাস নেতা দিদার মন্ডলসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

‘আ.লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়’

আপডেট সময় ১১:১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

পরাজয়ের ভয়ে আওয়ামী লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শুক্রবার (২৮ এপ্রিল) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের আশ্রমপাড়া বাজারে ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ আবারও ভোটার ও বিরোধীদলবিহীন ভোট চুরির প্রহসন করতে চায়। তাদের অধীনে নির্বাচন অবাধ, নিরপেক্ষ হয় না। তারা ভোট চুরি করে, তাই শুধু বিএনপি নয়, জনগণও আওয়ামী সরকারের অধীনে প্রহসনের নির্বাচন বয়কট করে।

তিনি বলেন, সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যর্থ হয়েছে। শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিলেও প্রচণ্ড গরমে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কল-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।প্রধানমন্ত্রী জাপানে গিয়ে নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে বিভ্রান্তিকর কথা বলছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

বিনিময় সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আরফান আলী, অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান, মোতালেব হোসেন, মফিজ উদ্দিন, কেন্দ্রীয় জাসাস নেতা দিদার মন্ডলসহ অনেকেই উপস্থিত ছিলেন।