০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

৫ মামলায় জামিন পেলেন হেফাজতের মামুনুল

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • / ১২৫ বার পড়া হয়েছে

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে ঢাকা ও চট্টগ্রামের পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে মামুনুলের জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট। সেই রুলের দীর্ঘ শুনানি শেষে রুলটি যথাযথ ঘোষণা করে তাকে জামিনের আদেশ দেওয়া হয়। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।

আদেশের পর হেলাল উদ্দিন মোল্লা বলেন, ঢাকা-চট্টগ্রাম মিলিয়ে ৫ মামলায় মামুনুল হককে জামিন দিয়েছেন আদালত। এর মধ্যে ঢাকার পল্টন থানায় চারটি এবং চট্টগ্রামের হাটহাজারি থানায় একটি মামলা রয়েছে। আইনজীবী আরও বলেন, মামুনুল হকের বিরুদ্ধে মোট ৪১টি মামলা। এর মধ্যে ১৮টি মামলায় তিনি জামিন পেয়েছেন। বাকিগুলোতে জামিন না থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করা অবস্থায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মামুনুল হককে ঘেরাও করেন। এ সময় হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ভাঙচুর চালিয়ে তাকে নিয়ে যান। পরে গত ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তার সঙ্গে থাকা নারী।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

৫ মামলায় জামিন পেলেন হেফাজতের মামুনুল

আপডেট সময় ১০:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে ঢাকা ও চট্টগ্রামের পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে মামুনুলের জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট। সেই রুলের দীর্ঘ শুনানি শেষে রুলটি যথাযথ ঘোষণা করে তাকে জামিনের আদেশ দেওয়া হয়। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।

আদেশের পর হেলাল উদ্দিন মোল্লা বলেন, ঢাকা-চট্টগ্রাম মিলিয়ে ৫ মামলায় মামুনুল হককে জামিন দিয়েছেন আদালত। এর মধ্যে ঢাকার পল্টন থানায় চারটি এবং চট্টগ্রামের হাটহাজারি থানায় একটি মামলা রয়েছে। আইনজীবী আরও বলেন, মামুনুল হকের বিরুদ্ধে মোট ৪১টি মামলা। এর মধ্যে ১৮টি মামলায় তিনি জামিন পেয়েছেন। বাকিগুলোতে জামিন না থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করা অবস্থায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মামুনুল হককে ঘেরাও করেন। এ সময় হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ভাঙচুর চালিয়ে তাকে নিয়ে যান। পরে গত ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তার সঙ্গে থাকা নারী।