শিগগিরই ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি, নেতৃত্বে আসছেন যারা
- আপডেট সময় ১০:৫৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
- / ১১৮ বার পড়া হয়েছে
শিগগিরই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করা হবে। এতে ত্যাগী, নির্ভীক ও পরিশ্রমীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বৃহস্পতিবার (৪ মে) আরটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ কমিটি করার বিষয়ে আমরা ইতোমধ্যে অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন। তিনি সুস্থ হয়ে দেশে ফেরার পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, যারা সংগঠনে দীর্ঘদিন ধরে শ্রম, মেধা ও কর্মস্পৃহার সমন্বয় ঘটিয়ে কাজ করছেন। এই সংগঠনে যাদের ত্যাগ রয়েছে, যারা সংগঠনকে আরও ভালো কিছু দিতে পারবেন।
যারা জাতির পিতার আদর্শের যথাযথ বাস্তবায়নে আরও ভালো কিছু করতে পারবেন। তাদের মতো নির্ভীক, নিরলস ও পরিশ্রমীদের আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, যারা কেন্দ্রীয় ছাত্রলীগে পদপ্রত্যাশী তাদের অধিকাংশকেই আমি এবং সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন চিনি। তাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক ও যোগাযোগ রয়েছে। আমরা সবার ব্যাপারেই আরও খতিয়ে দেখছি।
আমরা চেষ্টা করব যতটুকু নির্ভুলভাবে বিতর্কমুক্ত পূর্ণাঙ্গ কমিটি করা যায়। তারপরও মানুষ মাত্রই ভুল করে। যদি এমন কোনো ব্যত্যয় ঘটে থাকে তবে পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগে ঢালাওভাবে সহ-সম্পাদক হিসেবে পদায়নের কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন শেখ ওয়ালী আসিফ ইনান।