ফের টঙ্গীতে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
- আপডেট সময় ১২:৫৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ৭৯ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় টুপি তৈরির কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রোববার (৭ মে) রাত সাড়ে ৯টায় গাজীপুরের সাতাইশ এলাকার জিজে ক্যাপ অ্যান্ড হেডওয়ার লিমিটেড নামক কারখানাটিতে আগুন লাগে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে কারখানাটির পাঁচ তলায় আগুন লাগে। এ সময় কারখানার ভেতরে কাজ করছিলেন শ্রমিকরা। আগুনের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা দ্রুত কারখানা থেকে নেমে এসে সড়কে অবস্থান নেন। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন।
কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, কারখানাটিতে ১ হাজার ৬৫০ জন শ্রমিক রয়েছে। আগুন লাগার পর শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। এখনও কোনো শ্রমিক নিখোঁজের সংবাদ পাইনি। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে টঙ্গী, গাজীপুর ও উত্তরাসহ ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা কাজ করছে। কারখানার ভেতরে কোনো শ্রমিক নেই।
এর আগে বিকেল পৌনে তিনটার দিকে গাজীপুরের টঙ্গীর মিল গেট এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি, গাজীপুরের দুটি ও উত্তরার তিনটি ইউনিটসহ আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তারও আগে দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর পাগার পাঠান পাড়া এলাকার হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেড নামক কারখানায় আগুন লেগেছিল।