সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

- আপডেট সময় ১০:২৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
- / ১১১ বার পড়া হয়েছে
চাঁদপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১২ মে) জেলার সদর উপজেলায় চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের চৌরাস্তায় এই সংঘর্ষ হয়।
চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- শরীয়তপুরের সখীপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের আব্দুল মালেক প্রধানের ছেলে সাব্বির হোসেন (১৮) ও একই গ্রামের ফজলুল হকের ছেলে অনিম (১৯)।
সাব্বির চাঁদপুর শহরের চৌধুরীপাড়া এলাকায় এবং অনিম আদর্শ মুসলিমপাড়ায় বসবাস করতেন। চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, আমরা জানতে পেরেছি, বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।